জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লোকের বাড়ি রান্না করা থেকে আয়ার কাজ, রুবেলকে বড় করতে সব করেছে তার মা! সফল হয়ে মায়ের চোখের জল মুছেছেন নায়ক

রুবেল দাস (Rubel Das), যিনি কিনা টলিউডের (Tollywood) ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ। অভিনেতা প্রাথমিক জীবনে অভিনয় করতে চাননি, চেয়েছিলেন একজন ডান্সার হতে। আর সেই জন্যই রুবেলকে প্রথম টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া গিয়েছিল জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ নামের এক রিয়ালিটি শোয়ের প্রতিযোগী হিসাবে। তারপর থেকেই জীবন বয়ে যায় অন্য ধারায়। হতে চেয়েছিলেন নৃত্যশিল্পী, হয়েছেন অভিনেতা। তা বলে এখনো নাচের হাত ছাড়েননি তিনি। বর্তমানে ব্যক্তিগত জীবনে আর কিছুদিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রুবেল। ইতিমধ্যে, অভিনেতাকে দেখতে পাওয়া যাচ্ছে ‘নিম ফুলের মধু’তে সৃজনের চরিত্রে।

কিন্তু আজকের এই সফল হওয়ার পিছনে রয়েছে অনেক কঠিন সংগ্রাম। একজন মা কিংবা বাবাই পারেন তাদের সন্তানের জন্য দিতে আত্ম বলিদান, জীবনের সবকিছু দিয়ে সন্তানকে পরিপূর্ণতায় ভরিয়ে দিতে চায়। রুবেলের বড় হওয়ার পিছনেও রয়েছে তাঁর মায়ের ত্যাগ। এটা ঠিকই, অভিনেতা আজ নিজের অদম্য চেষ্টায় সাফল্য অর্জন করেছে কিন্তু তার পেছনে রয়েছে মায়ের জাদুকাঠি।

সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় রুবেলের। ছেলের ছোট থেকে ইচ্ছে বড় হয়ে নৃত্যশিল্পী হবে। কিন্তু এদিকে তার বাবা-মায়ের সামর্থ্য শায় দেয় না তাঁর স্বপ্নকে। তাই দিনরাত এক করে ছেলের স্বপ্নকে পূরণ করার জন্য উঠেপড়ে লেগেছিলেন অভিনেতার বাবা-মা। নিজের এক বুক স্বপ্নকে নিয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করে রিয়েলিটি শোয়ে এবং কপালের জোরে শোয়ের বিজেতা হন রুবেল। রুবেলের পরিবার ভেবেছিল এবার হয়তো দুঃখের দিন ঘুচলো। কিন্তু, না এখান থেকেই শুরু হয় অন্য সংগ্রাম। ছেলের ইচ্ছা মুম্বাই যাওয়ার, ভরসা সেই মা।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে ‘দাদাগিরি’র মঞ্চে প্রতিযোগী হিসেবে রয়েছেন রুবেল এবং তার মা। সেই মঞ্চেই জীবনের কঠিন লড়াইয়ের দিনগুলির কথা স্মৃতিচারণা করছেন, রয়েছে চোখের কোণায় জল। অভিনেতার মা জানিয়েছেন, ছেলের স্বপ্ন পূরণের জন্য লোকের বাড়িতে রান্নার কাজ করেছেন, এমনকি আয়ার কাজও করেছেন তিনি। মায়ের সেইসব কঠিন দিনগুলির কথা শুনে চোখে জল ধরে রাখতে পারেনি রুবেল। কেঁদে ফেলে মাকে জড়িয়ে বললেন, “যে সময়ে বাবার পাশে থাকার কথা ছিল তাকে পাইনি। মা যেভাবে আমাকে আর দাদাকে মানুষ করেছে আমি ভুলবো না। সব মায়েদেরই বলিদান থাকে তবে আমার মা একটু বেশি করেছেন”।

অভিনেতার ‘ভানুমতির খেল’ সিরিয়াল দিয়ে টেলিভিশনের অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে। এরপর একে একে রুবেলের কাছে আসতে থাকে নানা কাজ। এমন কি বড় পর্দায় অভিনয় করার সুযোগও পান। অভিনেতার বিভিন্ন কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘নিম ফুলের মধু’, ‘যমুনা ঢাকি’ ইত্যাদি।

TollyTales Entertainment Desk