জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আর ছুঁতে পারব না কোনদিনও!”— প্রিয়জনকে হারিয়ে ভারাক্রান্ত মনের আক্ষেপ ভাগ করলেন গীতশ্রী! গভীর শূন্যতায় ভেঙে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী!

তিনি ছোটপর্দার বাঙালি দর্শকদের মনে ‘রাশি’ নামেই আজও রয়ে গেছেন। ওই নামেই তিনি একসময় প্রতিটা ঘরের সদস্য হয়ে উঠেছিলেন। তিনি আর কেউ নন, ছোটপর্দার অভিনেত্রী ‘গীতশ্রী রায়’ (Geetashree Roy)। বর্তমানে নিজেকে শুধু ‘গীত’ বলেই পরিচয় দেন তিনি। কিছুদিন আগে পর্যন্তও বাংলা টেলিভিশনের নিয়মিত মুখ ছিলেন তিনি। তবে এখন আর তাকে সেইভাবে পর্দায় দেখা যায় না বললেই চলে। করোনাকালে স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি এক প্রতিবন্ধীর চরিত্রে।

সেই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ন চরিত্র ছিল সেটি। এরপর শেষবার তাঁকে দেখা যায়, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে। এত প্রশংসার মাঝেও হঠাৎ করেই তিনি পর্দার অন্তরালে চলে গেলেন। হয়তো নিজের পছন্দ মতো চরিত্র আর পাচ্ছেন না। কারণ যদিও জানা নেই, তবে মনের মানুষকে নিয়ে বর্তমানে সুখে আছেন তিনি। কিছুদিন আগেই সমুদ্রে ঘুরতে যাওয়ার ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। অভিনেত্রীর প্রেমিক প্রবীর রায় কিন্তু অভিনয় জগতের কেউ নন, বরং পেশায় তিনি ফুটবলার।

অভিনয় থেকে অনেকদিন দূরে থাকার পর, দুর্গা পুজোর মরসুমেই তিনি পেশা বদল করে ব্যবসায় নাম লিখিয়েছেন। একজন কাছের বন্ধুর সঙ্গে যৌথভাবে স্যালোঁ শুরু করেছেন তিনি। এতকিছু ভালোর মধ্যেও সম্প্রতি এক গভীর শূন্যতার মুখোমুখি হয়েছেন তিনি। যাঁকে তিনি পরিবার মনে করতেন, যাঁর সঙ্গে প্রতিদিনের নানান মুহূর্ত ভাগ করে নিতেন, সেই প্রিয় পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী। তাঁর জীবনে পোষ্যের স্থান ছিল সন্তানের মতোই।

আর সেই সন্তানকে হারানোর যন্ত্রণা তাঁর সমাজ মাধ্যমের পাতায় করা পোস্টে আরও স্পষ্ট হয়েছে। প্রিয় পোষ্যকে হারানোর পরও গীতশ্রীর বিশ্বাস, তাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যায়নি। তিনি সেই পোস্টে লিখেছেন, চোখে দেখতে না পেলেও, সে যেন এখনও তাঁদের সঙ্গেই আছে। আবেগে ভরা সেই বার্তায় অভিনেত্রী আরও লিখেছেন, কতটা মিস করছেন তিনি সেই আদরের প্রাণটিকে, আর কতটা ভালবাসা জমা হয়ে আছে তাঁর মনে। তিনি লিখেছেন, “মিষ্টু আজ এক সপ্তাহ!

তোকে দেখতে পাই না, ছুঁতে পারি না!” পোষ্যের পুরনো ছবিগুলো আবার নতুন করে সেই স্মৃতির ঝাঁপি খুলে দিয়েছে, আর অভিনেত্রীর অনুরাগীরাও অনুভব করেছেন তাঁর ব্যথার গভীরতা। এমন সময়ে শুধু গীতশ্রী নন, তাঁর ঘনিষ্ঠরাও শোকে কাতর। প্রেমিক প্রবীর রায়ও লিখেছেন বিদায়বার্তা। পাশাপাশি ইন্ডাস্ট্রির সহকর্মী সায়ন্তনী মল্লিক, তৃণা সাহাদের মতো তারকারা ভালোবাসা আর সমবেদনা জানিয়েছেন। কেউ কেউ এই দুঃসময় পাশে থাকার বার্তা দিয়েছেন।

যাতে গীতশ্রী অন্তত বুঝতে পারেন এ যন্ত্রণা তিনি একা বহন করছেন না। সন্তানতুল্য প্রিয় পোষ্যকে হারানোর শূন্যতা যে সহজে পূরণ হয় না, সেই অভিজ্ঞতার সাক্ষী হলেন তিনি। প্রসঙ্গত, কিছু মাস আগেই ঠিক একই সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন আরও এক ছোটপর্দার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। তিনি সেই সময় জানিয়েছিলেন, তাঁর পরম আত্মীয় তথা বন্ধুকে হারিয়েছেন। তাঁর সেই জায়গা কেউ পূরণ করতে পারবে না বলেও জানান তিন। আমাদের তরফ থেকেও রইল সমবেদনা।

Piya Chanda