সেলিব্রিটি দুনিয়ায় সন্তানদের নিয়ে মাতামাতি নতুন কিছু নয়। তবে এক বছরের একরত্তি মেয়েকে ক্যামেরার সামনে দেখা, তা যে কোনও মায়ের কাছেই আনন্দের। একই সঙ্গে থাকে খানিক মনখারাপও। অভিনয় জগৎকে ভালবেসে যাঁরা নিজেকে গড়ে তুলতে চেয়েছেন, তাঁদের অনেক স্বপ্ন পূরণ না হলে সেই স্বপ্ন সন্তান পূরণ করুক এই আশা থাকাটাই স্বাভাবিক। অভিনেত্রী লাবণী ভট্টাচার্যের জীবনেও যেন সেই অধ্যায় এখন শুরু হয়েছে।
জন্মের আগে থেকেই ভাইরাল হওয়া অশ্লেষার বয়স এখন মাত্র এক বছর। এই বয়সেই সে নায়িকা বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছে। পরিচালক জিৎ চক্রবর্তীর আগামী ছবি বাবায় দেখা যাবে লাবণীর একরত্তি কন্যাকে। ছবিতে নায়কের মেয়ের ভূমিকায় থাকবে সে। বাবা-মেয়ের সম্পর্ক নিয়েই আবর্তিত হবে গল্প। তাই ছবির এক বড় অংশ জুড়েই থাকবে বিক্রম আর ছোট্ট অশ্লেষা।
শুটিংয়ের দিনগুলিতে স্টুডিয়োয় উপস্থিত থাকবেন লাবণী। তবে নিজের অভিনয় থেকে বিরত থাকতে হচ্ছে তাঁকে। অন্তঃসত্ত্বা হওয়ার পর আপাতত তিনি বিরতিতে আছেন। মেয়েকে বিক্রমের সঙ্গে অভিনয় করতে দেখবেন, অথচ নিজে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবেন না। এ নিয়ে অকপট লাবণীর স্বীকারোক্তি মনখারাপ হবে বটে, কারণ অভিনয় তাঁর প্রাণের কাজ। তবে মেয়ে সুযোগ পাচ্ছে, সেটাই তাঁর কাছে গর্বের।
অনেকে ভাবতে পারেন সমাজমাধ্যমে জনপ্রিয় হওয়ার ফলেই এই সুযোগ মিলেছে অশ্লেষার। কিন্তু লাবণীর মতে, আসল কারণ বন্ধুত্ব। জিৎ চক্রবর্তীর স্ত্রী লাবণীর স্বামীর সহপাঠী। সেই সূত্রেই পরিচালকের কানে পৌঁছয় অশ্লেষার কথা। পারিবারিক সম্পর্কই ছোট্ট মেয়েকে বড়পর্দায় নিয়ে এসেছে। তবে লাবণী নিজেও টেলিভিশন ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করেছেন। দীপ জ্বেলে যাই, মোহর, প্রথম প্রতিশ্রুতি, আমি সিরাজের বেগম বা বৌমা একঘর ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সিনেমায়ও কাজ করেছেন তুমি আসবে বলে ছবিতে।
আরও পড়ুনঃ “আর ছুঁতে পারব না কোনদিনও!”— প্রিয়জনকে হারিয়ে ভারাক্রান্ত মনের আক্ষেপ ভাগ করলেন গীতশ্রী! গভীর শূন্যতায় ভেঙে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী!
নিজের জীবনে সব স্বপ্ন পূরণ হয়নি এই আক্ষেপ আছে লাবণীর। তবে তিনি চান, মেয়ের জীবন হোক আলোর মতো উজ্জ্বল। অশ্লেষা বড় হয়ে যদি অভিনয়কেই পেশা বেছে নেয়, তাতেও কোনও আপত্তি নেই মায়ের। তবে তার আগে পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে—এমনটাই শর্ত তাঁর। একই সঙ্গে লাবণী প্রতিশ্রুতি দিয়েছেন, যেদিন মেয়ে সম্পর্কে নেতিবাচক মন্তব্য দেখবেন সমাজমাধ্যমে, সেদিনই সব ভিডিও বন্ধ করবেন।