জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘যত কাণ্ড কলকাতাতেই’ প্রচারে নেই আবির! নায়কের কাছে ভিক্ষা করতে হবে নাকি? আবিরকে নিয়ে পরিচালক অনীক ও প্রযোজক ফিরদৌসুলের ক্ষোভ

পুজোর মরশুমে কলকাতার বড় বড় ছবির তালিকায় নতুন উত্তেজনা ছড়িয়েছে। ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির প্রচারের পরিবেশে হঠাৎই বিতর্কের আগুন জ্বালিয়েছে। ছবির মুখ্য অভিনেতা আবির চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে উপস্থিত না থাকায় এই উত্তেজনা আরও বেড়েছে। দর্শক এবং সংবাদমাধ্যমের মধ্যে প্রশ্ন উঠেছে, কেন এই পুজোর বড় ছবির এক প্রিয় মুখ প্রচারে নেই। ছবির পরিচালক ও প্রযোজকও এ বিষয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন, যা পুজোর ছবির বাজারকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

সোমবার ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির সাংবাদিক বৈঠকে ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান স্পষ্ট জানিয়েছেন, “ছবি থেকে কি অভিনেতা বড়! প্রচারের জন্য কি এবার আবিরের কাছে ভিক্ষা চাইতে হবে।” অন্যদিকে পরিচালক অনীক দত্তও যোগ করেছেন, “‘রক্তবীজ ২’ এর ট্রেলার ও গান দেখেছি, আমাদের ছবির সঙ্গে কোনো মিল নেই। দুটো ছবিই সম্পূর্ণ আলাদা।” মূলত, দুই পুজোর ছবি—‘রক্তবীজ ২’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’—একসঙ্গে মুক্তি পাওয়ায় এবং আবির মুখ্য চরিত্রে থাকার কারণে দর্শকদের মধ্যে কৌতূহল ও সমালোচনা উভয়ই তৈরি হয়েছে।

এ বিষয়ে টিভি ৯ বাংলাকে আবির জানান, “একজন অভিনেতা চাইবেন না যে তার দর্শক একসঙ্গে দুটি ছবির কারণে ভাগ হয়ে যায়। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত এমন বহু উদাহরণ আছে, যেখানে একই দিনে দুটি ছবি মুক্তি পেয়েছিল এবং দুটোই হিট হয়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাইছিলাম, পুজোর মরশুমে আমার দুটি ছবি একসঙ্গে মুক্তি পেতে না।” তিনি আরও যোগ করেন, “আমি ‘রক্তবীজ ২’ ছবির জন্য চুক্তিবদ্ধ। তাই ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির প্রচারে থাকতে পারিনি। এ নিয়ে দুঃখ বা অসন্তোষ থাকাটা স্বাভাবিক।”

আবির স্পষ্ট বলেছেন, “২০২৫ সালের মার্চ-এপ্রিল মাসে ‘রক্তবীজ ২’ শুটিং শেষ হয়। তখন আমি জানতাম না যে ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিটি কবে মুক্তি পাবে। ১০ জুলাই আমি প্রযোজককে অনুরোধ করেছি, প্লিজ পুজোর সময় মুক্তি দেবেন না। আমার জন্য প্রচারে থাকতে না পারা দুঃখজনক, তবে আমি চুক্তি মেনে চলেছি।” এই মন্তব্য থেকে স্পষ্ট, অভিনেতা তার পেশাদারিত্ব ও নৈতিকতার প্রতি গুরুত্ব দিয়েছেন, এবং কোনো ভুল বোঝাবুঝি বা উদ্দেশ্যপ্রণোদিত বিতর্কে তিনি অংশ নিতে চাননি।

পরিচালক ও প্রযোজকের অসন্তোষ থাকা সত্ত্বেও আবিরের বক্তব্যে বোঝা যায়, তার মনোভাব ছবির প্রতি সম্পূর্ণ ইতিবাচক। তিনি নিশ্চিত করেছেন, এই ছবির প্রতি তার আবেগ আছে এবং তার চেষ্টাই হয়েছে যে মুক্তি বা প্রচারে কোনো সমস্যা তৈরি না হোক। এই বিতর্ক শেষে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে—কোনভাবে ‘যত কাণ্ড কলকাতাতেই’ এবং ‘রক্তবীজ ২’ দুই ছবির পুজো সফলতা মিলবে কিনা, সেটি এখন দর্শকরা উদ্দীপ্তভাবে অপেক্ষা করছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page