জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রেমের স্বীকারোক্তি ঘিরে দানা বাঁধছে দ্বন্দ্ব, আর্য-অপর্ণার ভবিষ্যৎ নিয়ে রহস্যে ঘেরা তারা সুন্দরী মায়ের ভবিষ্যদ্বাণী! কিঙ্করের সতর্কবার্তায় বাড়ছে আতঙ্ক, মীরা ফাঁস করে দিল অপু-আর্যর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি!

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায়, আর্য ফিরে যেতেই অপু আর রুম্পাকে একসঙ্গে দেখে অপুর মা বিশ্বাস করতে পারে না। রুম্পা বলে, একটাও গাড়ি ছিল না যে বাড়ি ফিরবে তাড়াতাড়ি। শেষে বেশি টাকা দিয়ে ট্যাক্সি করে ফিরতে হয়েছে।

অপুর মা কিছুতেই বিশ্বাস করে না, তিনি বলেন রুম্পাকে একটু আগেই চায়ের দোকানে দেখেছে। রুম্পা অপুকে চুপ থাকতে বলে, নিজেই বলে যে হয়তো অপুর মায়ের মনের ভুল হয়েছে। সে আর অপু সারাদিন একসঙ্গেই ছিল। অন্যদিকে রাজলক্ষ্মী চিন্তা করছে, আর্য অপর্ণাকে মনের কথা ঠিক করে বলতে পারল কি না। এই মুহুর্তেই উপস্থিত হন তারা সুন্দরী মা।

Zee Bangla Chirodini Tumi Je Amar Today Episode 1 September

তিনি জানান, সামনে আবার ঝড় উঠবে। সব বন্ধ দরজা খুলে গেছে, অন্ধকার বেরিয়ে আসবে এবার। রাজলক্ষ্মীকে বলেন, তাকেই শক্ত থেকে সবটা সামলাতে হবে। ঝড় আবার আগের মতো সব এলোমেলো করে দিতে চাইবে। তিনি চলে যেতেই আর্য বাড়িতে ঢোকে। রাজলক্ষ্মী উদ্বিগ্ন হয়ে জানতে চান সব ঠিক আছে কি না। আর্য এতটাই খুশি যে গান গাইতে শুরু করে, মকে নিয়ে নাচানাচি করতে থাকে।

অর্ক এসে সবটা দেখে মনে মনে বলে, আর্যকে এর আগে এরম খুশি জীবনে দেখেনি। এরপর মানসী এসেও অর্ককে জানতে চায়, আর্য ঠিক কার জন্য এতটা খুশি যে গান গাইছে। কিঙ্কর হঠাৎ করে আসতেই, আর্যর আনন্দ দেখে মনে মনে রেগে যায়। একান্তে আর্যকে সে জানায় যে আগে কোনোদিনও এমনভাবে আর্যকে সে দেখেনি। আর্যও বলে, অতীতে যা হয়েছে সেটা কে ভুলে আবার নতুন করে বাঁচতে চায়।

অপূর্ণ ভালোবাসা নিয়ে আর মরতে চায় না সে। কিঙ্কর বলে, সব সত্যিটা জেনে গেলে অপর্ণা পাশে থাকবে তো আর্যর! সব আনন্দ কথায় যেন হারিয়ে যায় আর্যর, জানলার সামনে গিয়ে দাঁড়াতেই লক্ষ্য করে তারা সুন্দরী মাকে। তাকে গিয়ে জানতে চায়, অপর্ণার সঙ্গে নিজের ভবিষ্যৎ। তারা সুন্দরী মা জানান, এখনও সময় আসেনি সব সত্যি বলার। সত্যিই মধ্যেও অন্ধকার আছে, তাই নিজের মধ্যেই রাখতে।

এদিকে অপুর মা খাওয়ার বানিয়েছে কিন্তু অপুর পেটে জায়গা নেই, সে ছাদে গিয়ে খেতে চায়। সেখানে রুম্পাকে নিজের খাওয়ার দিয়ে দেয় অপু। রুম্পাকে সবটা খুলে বলে, কিভাবে আর্য তাকে ভালোবাসার স্বীকারোক্তি দিয়েছে। এমন সময় অপুর মা এসে সবটা শুনে সন্দেহ করতেই, রুম্পা বলে যে অপু তাঁকেই ভালোবাসার কথা বলছিল। মীরা অপুর বাবাকে আর্যর সঙ্গে মেয়ের ঘনিষ্ঠ দৃশ্যের ছবি দেখাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

Piya Chanda