জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আর্য নয়, অপর্ণার জীবনে আসছে নতুন হিরো — এবার কার হাত ধরে বদলাবে সিরিয়ালের কাহিনি?

বাংলা টেলিভিশনের সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ‘চিরদিনই তুমি যে আমার’ ইতিমধ্যেই হয়ে উঠেছে এক বড় আকর্ষণ। মাত্র কয়েক মাস আগে জি-বাংলায় সম্প্রচার শুরু হলেও ধারাবাহিকটি জমে উঠেছে তুমুল জনপ্রিয়তায়। বিশেষ করে আর্য আর অপর্ণার অনস্ক্রিন রসায়ন যেন দর্শকদের মন জয় করে নিয়েছে খুব অল্প সময়েই। এই জুটির আবেগঘন মুহূর্ত দেখতে দর্শক একেবারে চোখ ফেরাতে পারছেন না।

তবে জনপ্রিয়তার এই মাঝেই গল্পে আসতে চলেছে এক নতুন বাঁক। দর্শকরা যেখানে আর্য-অপর্ণার প্রেমকাহিনি আরও গভীর হতে দেখার জন্য অপেক্ষায়, সেখানে হঠাৎই ঘটতে চলেছে অপ্রত্যাশিত পরিবর্তন। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে গঙ্গার বুকে আর্যর ভালবাসার প্রস্তাবের দৃশ্য, যা দর্শকদের কাছে ছিল একেবারে অন্য মাত্রার অভিজ্ঞতা। কিন্তু সেই প্রেমে এবার আসতে চলেছে নতুন বাধা।

Zee Bangla Chirodini Tumi Je Amar Today Episode 1 September

শোনা যাচ্ছে, অপর্ণার বাবা সতীনাথ বাবুর কানে পৌঁছে যাবে মেয়ের প্রেমের খবর। মেয়ের সম্পর্ক মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে পড়বেন তিনি। বাবার এই অবস্থায় দিশেহারা হয়ে পড়বে অপর্ণা। আর সেই সময়েই গল্পে প্রবেশ করবে এক নতুন চরিত্র ডাক্তার হিমাদ্রী মিত্র। সতীনাথ বাবুর চিকিৎসার সূত্র ধরেই এই নতুন মানুষটির আবির্ভাব হবে সিরিয়ালে।

এই ডাক্তার চরিত্রের মাধ্যমেই তৈরি হবে নতুন টুইস্ট। গুঞ্জন রয়েছে, শুধু চিকিৎসা নয়, ধীরে ধীরে অপর্ণার জীবনে অন্য এক জায়গা করে নিতে পারেন হিমাদ্রী। এমনকি ভবিষ্যতে সতীনাথ বাবু চাইবেন, অপর্ণার জীবনের সঙ্গী হোক এই ডাক্তারই। অর্থাৎ আর্যর জায়গায় হয়তো আসতে চলেছে নতুন নায়ক। তবে শেষমেশ গল্প কোনদিকে গড়াবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।

এই ডাক্তার হিমাদ্রী চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। তিনি এর আগে ‘নিম ফুলের মধু’ সহ একাধিক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি শুটিং শুরু করেছেন এবং খুব শীঘ্রই দর্শকের সামনে আসতে চলেছেন। এখন দেখার বিষয়, আর্য-অপর্ণার প্রেমকে সরিয়ে নতুন এই ডাক্তারকে দর্শক কতটা গ্রহণ করবেন। পজিটিভ না নেগেটিভ, কোন রূপে দেখা যাবে হিমাদ্রীকে সেটিই এখন বড় প্রশ্ন।

Piya Chanda