জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘স্লট বদলের পর যখন প্রোমোটা দেখলাম, তার মানে…’ সময় বদলালেও রক্ষা হল না, জগদ্ধাত্রী এবার সত্যিই ইতি টানছে? ধারাবাহিক শেষের জল্পনায় কী বললেন অঙ্কিতা মল্লিক?

প্রায় সাড়ে তিন বছর ধরে দর্শকের ঘরে ঘরে দাপট দেখানো জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী কি অবশেষে শেষের পথে? নতুন সিরিয়াল তারে ধরি ধরি মনে করি–র প্রোমো প্রকাশ্যে আসতেই ফের মাথা চাড়া দিয়ে উঠেছে আগের সেই জল্পনা। বদলে যাওয়া স্লট কি তবে ইঙ্গিত দিচ্ছে জ্যাস সান্যালের দীর্ঘ সফরের আজ শেষ অধ্যায়? বিষয়টি নিয়ে কথা বলতেই অঙ্কিতা মল্লিকের সঙ্গে যোগাযোগ করেন এক বেসরকারি সংবাদমাধ্যম।

অঙ্কিতা স্পষ্ট জানালেন, তিনিও যা জানেন তা দর্শকদের জানা তথ্যেরই সমান। তাঁর কথায়, প্রোমো বেরোনোর পরেই আন্দাজ করেছিলেন যে এবার হয়তো সত্যিই শেষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, অঙ্কিতার মতে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এই সিদ্ধান্তই হয়তো সামনে আসতে চলেছে। তা হলে এতদিনের প্রিয় চরিত্রকে বিদায় জানাতে মন কেমন করছে অভিনেত্রীর?

অঙ্কিতার গলায় ফুটে উঠল আবেগ এবং কৃতজ্ঞতা। তিনি বললেন, জগদ্ধাত্রী তাঁকে এত ভালোবাসা এবং সাফল্য দিয়েছে যে তা ভাষায় বোঝানো মুশকিল। স্নেহাশিস দা থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ, এই যাত্রায় প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, ভবিষ্যতে কেরিয়ারে যাই হোক না কেন, জগদ্ধাত্রী তাঁর জীবনের এক বড় ভিত্তি হয়ে থাকবে।

এর আগে চ্যানেল ঘোষণা করেছিল যে ৮ ডিসেম্বর থেকে সন্ধে সাড়ে সাতটায় দেখানো হবে জ্যাস সান্যালের গল্প। তখনই রটে যায় যে জগদ্ধাত্রী বন্ধ হয়ে যাচ্ছে, যদিও সে সময় এই খবরকে ভ্রান্ত বলেন অভিনেতারা। বরং বন্ধ হয়েছিল অন্য সিরিয়াল ফুলকি। কিন্তু এবার নতুন মোড়। পল্লবী শর্মার নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি ১৫ ডিসেম্বর থেকে একই স্লটে সম্প্রচারিত হবে। ফলে দর্শকের মনে ফের জোরালো হয়েছে সেই পুরনো আশঙ্কা। সময় বদলালেও শেষ রক্ষা হল না কি? এখন অপেক্ষা শুধু চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষণার।

Piya Chanda