জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’য় দারুণ চমক! নিশার নায়ক হিসেবে এন্ট্রি ফাহিম মির্জার! নিশার প্রতিশোধের গল্পে এবার কি প্রেম আনবে নতুন মোড়? শ্রুতি-ফাহিমের চোর-পুলিশ কেমিস্ট্রি কি করবে বাজিমাত?

ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জা (Fahim Mirza) এবার নায়কের চরিত্রে! ছোটপর্দায় বেশ কিছু ধারাবাহিকে তাঁর অভিনয় ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে দর্শক মহলে। ইতিবাচক হোক কিংবা নেতিবাচক, ফাহিম সব রকমের চরিত্রেই সমান সাবলীল। জি বাংলায় ‘মিঠাই’ ধারাবাহিকে তাঁর অভিনয়, এক সময় বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। কিছুদিন আগে, ‘মিত্তির বাড়ি’তে ও বর্তমানে ‘ফুলকি’ ধারাবাহিকে অংশুমান সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন ফাহিম।

এই ধারাবাহিকে ইতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি মাস দুয়েক আগে, স্টার জলসার ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’তেও শুরুর দিকে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে তিনি নেতিবাচক চরিত্রেই অভিনয় করছিলেন। নেতিবাচক চরিত্রে ফাহিমের অভিনয় একাধিকবার দর্শকেরা দেখেছেন এবং উপভোগও করেছেন। তবে, এবার ইতিবাচক চরিত্রই করছেন অভিনেতা।

আর কয়েকদিনের মধ্যে ‘ফুলকি’ ধারাবাহিকটি শেষ হচ্ছে। সেই সঙ্গে স্টার জলসার ধারাবাহিকেও তাঁর চরিত্রটি শেষে। এবার তিনি সেই চেনা পুলিশ অফিসারের অবতারেই এন্ট্রি নিতে চলেছেন নতুন ধারাবাহিকে। কথা হচ্ছে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ নিয়ে। ধারাবাহিকটি দুই বোনের গল্প বলছে মূলত। সেখানে ছোট বোনের নায়ক থাকলেও, দিদির কোনও নায়ককে এতদিন দেখা যায়নি।

আর ধারাবাহিকের গল্প অনুযায়ী দিদি নিশা, বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে বোন উজিকে ব্যবহার করে একের পর এক অপরাধ করেই যাচ্ছে। কিন্তু নিশাকে কেউ ধরতে পারছে না। মূলত এই চোর পুলিশের খেলায় এক হবে নিশা অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাস এবং অভিনেতা ফাহিম মির্জার পথ। পর্দায় এই প্রথম তাঁরা দু’জনে জুটি বাঁধছেন। ফাহিম এই চরিত্রের জন্য শুটিং শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।

ধারাবাহিকে তাঁর প্রথম প্রোমোও প্রকাশ পেয়েছে, যেখানে অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আবার অনেকেই বলছেন শ্রুতির সঙ্গে ফাহিমের জুটি আগুন লাগাবে পর্দায়! কেউ কেউ বলছেন, ফাহিম সেই পুলিশের চরিত্রে অভিনয় করছেন কেন! অন্যকিছু হলে ভালো হতো আরও। তবে, দর্শকমহলে প্রত্যাশা তুঙ্গে এই জুটিকে নিয়ে। এখন দেখার পালা, উজি আর ঋষির মতো, নিশাদের জুটিও সমান জনপ্রিয়তা অর্জন করতে পারে কি না!

Piya Chanda

                 

You cannot copy content of this page