জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Ichche Putul: শালী আধি ঘর‌ওয়ালি! মেঘ-ময়ূরী কাউকেই ছাড়বে না সৌরনীল, দর্শকের কাছে হাসির খোরাক হচ্ছে ‘ইচ্ছে পুতুল’

জি বাংলার পর্দায় চলা অন্যতম বিতর্কিত ও কম টিআরপির ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল।’ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে নদী’র নকল বলে বিভিন্ন সময় এই ধারাবাহিকের দিকে আঙুল তুলেছেন দর্শকরা। তবে কম টিআরপি নিয়েই দর্শকদের মনোরঞ্জন করে চলেছে এই ধারাবাহিকটি।

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের অন্যতম প্রধান নারী চরিত্র মেঘের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস! দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকে আগে দেখা গিয়েছিল তাঁকে। গত ৩০শে জানুয়ারি থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি! স্টার জলসার ইচ্ছে নদী ধারাবাহিকের সঙ্গে ভীষণ মিল খুঁজে পান দর্শকরা এই ধারাবাহিকের।

এই ধারাবাহিকে দেখানো হচ্ছে মেঘ ও ময়ূরী দুই বোন। মেঘ ছোট ময়ূরী বড়। মেঘের সবকিছুই ছিনিয়ে নিতে চায় ময়ূরী। সৌরনীল নামক একটি ছেলের প্রেমেই পড়ে দুই বোন। সৌরনীল ভালোবাসে মেঘকে। আর মেঘের থেকে তাঁর ভালোবাসা ছিনিয়ে নিতে চায় ময়ূরী। এই নিয়েই এগোচ্ছে গল্প। আর দিদির চাহিদা পূরণে নিজের সবকিছু ত্যাগ করতে রাজি মেঘ। ভীষণ রকমের স্বার্থপর চরিত্র হিসেবে দেখানো হয় মেঘ-ময়ূরীর মাকেও। যিনি ময়ূরীর ভালোর জন্য সদাই মেঘকে চাপ দিতে থাকেন।

কিছুদিন আগেই এই ধারাবাহিকে দেখানো হয়েছে সৌরনীল মেঘকে বিয়ে করে বাড়িতে আনলেও তাঁর সঙ্গে সঙ্গেই পিছন পিছন চলে এসেছে তাঁর দিদি ময়ূরী। মেঘের পিছু পিছু এসে ময়ূরী তাঁকে বলে, তোর জীবনের সঙ্গে তো আমার জীবন জড়িয়ে আছে, তাই তুই যেখানে যাবি আমাকেও সেখানেই যেতে হবে। এই বলে দুধে আলতাতে পা দিয়ে ঘরে ঢুকে পড়ে ময়ূরী। এই দৃশ্য দেখে ক্ষোভ জাহির করেছিলেন ভক্তরা।

saali bou icche putul

আর এবার নববর্ষের বিশেষ দিনেও মেঘ আর সৌরনীলকে একা একা নয় এবার সঙ্গে ময়ূরীকেও দেখা গেল। সোশ্যাল মাধ্যমে এই জন্য কটাক্ষের মুখে পড়তে হলো এই ধারাবাহিকের নায়ক সৌরনীলকে। আসলে নববর্ষে সব নায়করাই তাঁদের নিজেদের স্ত্রীদের সঙ্গে ছিল, শুধুমাত্র বাংলা টেলিভিশনে এই একজনই নায়ক যাঁকে কিনা তাঁর স্ত্রীর পাশাপাশি স্ত্রীর বোনকেও সামলাতে হয়। আসলে‌ শালী আধি ঘরওয়ালি কিনা!

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page