টিআরপি (TRP) অর্থাৎ ধারাবাহিকের ভাগ্য নির্ধারক। বর্তমানে এই টিআরপি তালিকাই জানান দেয় কতদিন টেলিভিশনের পর্দায় টিকে থাকতে চলেছে ধারাবাহিকটি আর কোন ধারাবাহিক নিতে চলেছে বিদায়। ফলে ধারাবাহিকের তারকাদের থেকে শুরু করে প্রযোজনা সংস্থা সকলেরই নজর থাকে এই টিআরপি তালিকার ওপর। তবে শুধু তারকা বা প্রযোজনা সংস্থারই নয়, বর্তমানে টিআরপি তালিকার ওপর নজর থাকে ধারাবাহিকের অনুরাগীদেরও।
কোন ধারাবাহিকটি এগিয়ে রয়েছে এই সপ্তাহে? কোন কোন ধারাবাহিক অধিকার করেছে প্রথম পাঁচের স্থান? কোন ধারাবাহিকের নম্বর গেছে পিছিয়ে? কোন ধারাবাহিকটি প্রথমস্থান দখল করেছে এই সপ্তাহে? জগদ্ধাত্রী কি ফের কথাকে হারিয়ে এই সপ্তাহে ফিরে পেল সন্ধ্যে ৭টার স্লট?
এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজ। ইতিমধ্যেই এসে গেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। যেখানে রয়েছে ভরপুর চমক। পরিবর্তন এসেছে ধারাবাহিকের নম্বরে।
ফের টিআরপিতে শীর্ষস্থান ফুলকি, ফুলকির কাছে পরাস্ত হল নিম ফুলের মধু
এই সপ্তাহে প্রথমস্থান অধিকার করেছে জি বাংলার চলতি সময়ের সবচেয়ে ধারাবাহিক ফুলকি। একের পর এক চমকে বর্তমানে জি বাংলার পর্দায় জমজমাট ফুলকি ধারাবাহিকটি। রোহিতের বদনাম ঘোচানো থেকে রুদ্রর পর্দাফাস সবটা পর্দায় ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। ফলে এই ক্রিকেটের সিজেনেও ফুলকির এই সপ্তাহের রেটিং হয়েছে ৬.৭। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। বর্ষাকে নিয়ে বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের কাহিনী চলতি সপ্তাহে নিম ফুলের মধুর রেটিং ৬.৫।
কথাকে হারিয়ে এগিয়ে এল কোন গোপনে মন ভেসেছে, প্রথম পাঁচ থেকে সরে গেল গীতা
তবে এই সপ্তাহে সকলকে অবাক করে দিয়ে এগিয়ে এসেছে সকলের প্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। চলতি সপ্তাহে মন্দারের বিয়ে শ্যামলীর বিয়ে নিয়ে জমজমাট ছিল ধারাবাহিকটির প্রতি পর্ব। এই সপ্তাহে ধারাবাহিকটির রেটিং ৬.৩। এই সপ্তাহে চতুর্থস্থান দখল করে নিয়েছে স্টার জলসার সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য অভিনীত ধারাবাহিক কথা। এই সপ্তাহে তাদের রেটিং ৫.৯।
আরো পড়ুন: একি কাণ্ড ঘটাল জি বাংলা? একমাসে পর্দা থেকে বিদায় নিচ্ছে চারটে ধারাবাহিক! জানলে অবাক হবেন আপনিও
শেষ সপ্তাহেও বাজিমাত করল জল থই থই ভালোবাসা, এগিয়ে এলো অনুরাগের ছোঁয়া
তবে চলতি সপ্তাহেও নিজেদের পঞ্চম স্থান ধরে রেখেছে জগদ্ধাত্রী। জামাইষষ্ঠী থেকে নতুন কেস সব মিলিয়ে বর্তমানে জমজমাট জগদ্ধাত্রীর প্রতিটি পর্ব। এই সপ্তাহে জগদ্ধাত্রীর রেটিং ৫.৩। চলতি সপ্তাহে সকলে অবাক করে দিয়ে বাজিমাত করেছে স্টার জলসার দুইটি ধারাবাহিক একটি অনুরাগের ছোঁয়া। দীপার জীবনে সূর্যের ফিরে আসা এবং ইরার এন্ট্রি সব মিলিয়ে বর্তমান ফের জমে উঠেছে অনুরাগের ছোঁয়ার গল্প। অপরদিকে শেষ সপ্তাহেও ছক্কা মেরেছে কোজাগরী বসুর গল্প জল থই থই ভালোবাসা। এই সপ্তাহে ধারাবাহিক দুটির রেটিং ৫.১। তাছাড়া প্রথম সপ্তাহে সারেগামাপার নতুন সিজেনের রেটিং হয়েছে ৪.০। এবার দেখার আসন্ন সপ্তাহে পর্ণা ফুলকিকে হারাতে পারে কিনা।
1st •• ফুলকি ৬.৭
2nd •• নিম ফুলের মধু ৬.৫
3rd •• কোন গোপনে ৬.৩
4th •• কথা ৫.৯
5th •• জগদ্ধাত্রী ৫.৩
6th •• জল থৈ থৈ , অনুরাগের ছোঁয়া ৫.১