জীবনের অপর নাম জি বাংলা।এমনটাই বলে থাকে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। আর এই কথা সার্থকও বটে। বাঙালি মা-কাকিমাদের সন্ধ্যে জমিয়ে দিতে এই ধারাবাহিকগুলি অব্যর্থ, তাঁদের একঘেয়ে সন্ধ্যেগুলো রাঙিয়ে দিয়ে যায় যে ধারাবাহিকগুলো তা জীবন বদলের নামান্তরই বটে।
আর প্রতিবছরের ন্যায় এই বছরও আয়োজিত হয়েছিল জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। দর্শকদের মনোরঞ্জনে কোনও খামতি রাখেনা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি! এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরাদের হাতে তুলে দেওয়া হয় বিজয়ীর সম্মান। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে বর্তমান এবং অতীতের বিভিন্ন তারকার সমাগম হয়। এবারেও তার অন্যথা হয়নি।
উল্লেখ্য, এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জি পরিবারের সমস্ত সদস্যরা। ওই দিন অনেকের হাতেই ওঠে পুরস্কার। গতকাল জি বাংলার পর্দায় টেলিকাস্ট হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি ধারাবাহিকের সঙ্গে অন্যান্য ধারাবাহিকের তুমুল হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে চলতি বছরে মিঠাই এবং জগদ্ধাত্রী লড়াই ছিল দেখার মতো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার জিতলেন কারা।
প্রিয় মা – মিতুল (খেলনা বাড়ি)
প্রিয় বাবা – ইন্দ্রজিৎ (খেলনা বাড়ি)
প্রিয় শ্বশুর – তরুণজ্যোতি (রাঙাবউ)
প্রিয় দেওর/ভাসুর – সোম (মিঠাই)
প্রিয় শাশুড়ি – শুক্লা (এই পথ যদি না শেষ হয়), ঝিলমিল (তোমার খোলা হাওয়া)
প্রিয় খলনায়ক – উৎসব (জগদ্ধাত্রী)
প্রিয় জা /ননদ – রঞ্জা (পিলু), কৌশিকী (জগদ্ধাত্রী)
প্রিয় মেয়ে – পর্ণা (নিম ফুলের মধু)
প্রিয় সহঅভিনেতা – রসময় (গৌরী এলো), সাধু দা (জগদ্ধাত্রী)
প্রিয় সহঅভিনেত্রী – হংসিনী (লক্ষ্মী কাকিমা সুপারস্টার), কৌশিকি (জগদ্ধাত্রী)
প্রিয় বউমা – গৌরি (গৌরি এলো)
প্রিয় জামাই – দেবু (জগদ্ধাত্রী), অর্ক (খেলনাবাড়ি)
প্রিয় জুটি – জগদ্ধাত্রী স্বয়ম্ভু (জগদ্ধাত্রী)
প্রিয় ছেলে – সৃজন (নিম ফুলের মধু), ইন্দ্রজিৎ (খেলনাবাড়ি)
প্রিয় খলনায়িকা – শৈল মা (গৌরি এলো)
প্রিয় বর – ঈশান (গৌরি এলো)
জি ফাইভ পপুলার ফেস – মিঠাই (মিঠাই)
প্রিয় বউ – মিতুল (খেলনাবাড়ি)
প্রিয় ধারাবাহিক – জগদ্ধাত্রী
মোস্ট ওয়াচড শো অন জি ফাইভ – মিঠাই
প্রিয় নায়ক – সিদ্ধার্থ (মিঠাই)
প্রিয় নায়িকা – মিঠাই (মিঠাই), জগদ্ধাত্রী (জগদ্ধাত্রী)
প্রিয় সংসার – দও পরিবার (নিম ফুলের মধু)