জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: অবশেষে সৌমীতৃষা খুঁজে পেলো মনের মানুষ! এবার উচ্ছে বাবুকে ভুলে ডাক্তারকে মন দিয়ে বসেছে, তাকেই বিয়ে করতে চলেছে আপনাদের মিঠাই রানী

সম্প্রতি সময়ের বাংলা টেলিভিশনের একজন দারুন জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু। যাকে সকলেই চেনে মিঠাই নামে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ থেকে তিনি দর্শকের কাছে দারুন জনপ্রিয়তা এবং ভালোবাসা পেয়েছেন। তবে শুধু যে তিনি টিভির পর্দাতেই জনপ্রিয় তা নয় সোশ্যাল মিডিয়াতেও সৌমিতৃষার ভক্ত সংখ্যা অগণিতিক। সেই সঙ্গে অভিনেত্রীকে বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ দেখা যায়। তবে এবার হঠাৎ বিয়ের কথা কেন বললেন অভিনেত্রী!

SoumiTrisha Kundu: মিঠাইয়ের সঙ্গে তোর্ষার নাচ, ভাইরাল সৌমিতৃষার ভিডিয়ো |  🎥 LatestLY বাংলা

প্রসঙ্গত মিঠাই ধারাবাহিকের এখন তাকে মিঠির চরিত্রে দেখা যাচ্ছে। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা প্রত্যেকেই জানেন যে এখন মিঠাই মারা গেছে। আর সিড বউয়ের মারা যাওয়া মেনে নিয়েছে। উল্টোদিকে তাদের ছেলে শাক্যর গৃহশিক্ষিকা হিসাবে এসেছিল মিঠি, যাকে পুরোপুরি মিঠাই এর মত দেখতে। কিন্তু হঠাৎই পরিস্থিতির চাপে পড়ে গুন্ডাদের হাত থেকে বাঁচতে মিঠি এবং সিডের বিয়ে হয়ে যায়। বর্তমানে তারা দুজন মিলে সোম এবং তোর্সার সম্পর্ক বাঁচানোর চেষ্টা করছে।

এবার সোশ্যাল মিডিয়াতে মিঠি লুকেই ছবি দিলেন অভিনেত্রী। তিনি শুয়ে আছেন দড়ির হ্যামকের উপরে। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার এত শরীর খারাপ হচ্ছে যে মনে হচ্ছে কোনও ডাক্তারকেই বিয়ে করতে হবে।’আর অভিনেত্রীর এই ক্যাপশন দেখে তার ভক্তরা বেশ মজা পেয়েছেন সঙ্গে তার নিজের যত্ন নেওয়ার কথা বলেন।


সেখানে এক ভক্ত কমেন্টে লেখেন, ‘তুমি একটু নিজের যত্ন নাও না। এই শীতেও গায়ে কিছু দাওনি। নিজের খেয়াল রাখো।’ অপরজন লেখেন, ‘মাধুরী দীক্ষিত হয়ে যাও তাহলেই কোনও ডক্তর নেনে পেয়ে যাবে।’

কিছুদিন আগে রচনা ব্যানার্জীর শো দিদি নাম্বার ওয়ানে এসে অভিনেত্রী তার কেমন মনের মানুষ চান তা নিয়ে কথা বলেছিলেন। সেখানে রচনা যখন তাকে প্রশ্ন করে, সৌমিতৃষার প্রেমিককে কী রান্না জানতে হবে? তখন তার উত্তর ‘না সেরকম কোনও ক্রাইটেরিয়া নেই’। আবার রচনার প্রশ্ন, ‘কেন তোমার ফাইফরমাশ খাটতে হবে তো’। এরপরই মিঠাই রানি জবাব দেন, ‘একটু প্যাম্পর করতে হবে আর কী! ভালোবেসে আগলে-টাগলে রাখবে।’

Nira

                 

You cannot copy content of this page