জি বাংলার নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। কৌশিকী পাল, ইন্দ্রাণী দত্ত আর রাজদীপ গোস্বামীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই ধারাবাহিকে। শুরুতেই মেগাটির সম্প্রচারের সময় ঠিক করা হয়েছিল সন্ধ্যে ৭টা। তারপরই শুরু হয় জল্পনা—তাহলে কি এবার শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’?
তার মধ্যেই খবর ছড়ায়, ছোটপর্দার জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক নাকি বড় পর্দার জন্য প্রস্তুত। ফলে আরও জোরালো হয় গুঞ্জন যে সিরিয়ালটি খুব তাড়াতাড়ি বিদায় নিতে পারে। ৮ ডিসেম্বর থেকে নতুন মেগা ৭টার স্লটে আসবে শুনে ভক্তরা প্রায় নিশ্চিত হয়ে পড়েছিলেন যে এবার হয়তো বিদায় আসন্ন।
কিন্তু ‘জগদ্ধাত্রী’-র জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ২০২২ সালে শুরু হওয়া এই ধারাবাহিক আজও টিআরপি তালিকায় প্রথম সারিতে থাকে, মাঝে মাঝে টপও করে। তাই এত স্থায়ী জনপ্রিয় সিরিয়াল হঠাৎ শেষ হবে—এমন কথা অনেকেই মানতে চাননি। গুঞ্জন ছড়ালেও চ্যানেলের পক্ষ থেকে তেমন কিছু সঠিকভাবে জানানো হয়নি।
অবশেষে ভক্তদের জন্য সুখবর এসেছে। জি বাংলা স্পষ্ট জানিয়ে দিয়েছে—শেষ হচ্ছে না ‘জগদ্ধাত্রী’। তবে পুরনো সময় আর থাকছে না। নতুন প্রোমো প্রকাশ করে ঘোষণা করা হয়েছে যে ৮ ডিসেম্বর থেকে সিরিয়ালটি সম্প্রচারিত হবে সন্ধ্যে সাড়ে ৭টায়।
আরও পড়ুনঃ সৃজা দত্ত আউট! লুক-টেস্ট পেরিয়ে সম্পূর্ণা মণ্ডলই এগিয়ে নতুন ‘অপর্ণা’ রূপে! ‘চিরদিনই তুমি যে আমার’এ আর্যের পাশে কবে থেকে দেখা মিলতে পারে তাঁর? আপনাদের মতে, জিতুর বিপরীতে সম্পূর্ণাকে কেমন লাগবে?
এখন সমস্যা নতুন জায়গায়। কারণ সাড়ে ৭টায় ইতিমধ্যেই সম্প্রচারিত হয় আরেক জনপ্রিয় মেগা ‘ফুলকি’। সেই কারণে নতুন প্রশ্ন উঠেছে—তাহলে কি ‘ফুলকি’-র স্লট বদলাবে, নাকি বন্ধ হবে ওই ধারাবাহিক? এ নিয়ে এখনো চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। দর্শকরা তাই অপেক্ষায়, শেষমেশ কোন মেগার কপাল পুড়ে যায় তা দেখার জন্য।
