জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সৃজা দত্ত আউট! লুক-টেস্ট পেরিয়ে সম্পূর্ণা মণ্ডলই এগিয়ে নতুন ‘অপর্ণা’ রূপে! ‘চিরদিনই তুমি যে আমার’এ আর্যের পাশে কবে থেকে দেখা মিলতে পারে তাঁর? আপনাদের মতে, জিতুর বিপরীতে সম্পূর্ণাকে কেমন লাগবে?

টেলিপাড়ার সাম্প্রতিক আলোচনায় এখন সবচেয়ে আগ্রহের জায়গা, জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’-এর নতুন অপর্ণা কে হচ্ছেন! দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) ছেড়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা নাম ঘুরে বেড়াচ্ছিল সমাজ মাধ্যম থেকে সংবাদপত্রে, কিন্তু পুরো গল্পটা এখন নতুন দিকে মোড় নিচ্ছে! অনেকেই প্রথমে ভেবেছিলেন ‘এসো মা লক্ষ্মী’ খ্যাত অভিনেত্রী ‘প্রত্যুষা পাল’ হয়তো অপর্ণার জায়গা নেবেন। পরে আবার নবাগতা ‘সৃজা দত্ত’র নাম ছড়ায় এবং দর্শকরাও সেই সম্ভাবনাকে বেশ আগ্রহ নিয়ে গ্রহণ করেছিলেন।

তবে এই গুঞ্জনের মাঝেই সৃজা নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সামনে তার পরীক্ষা, ফলে পড়াশোনার চাপে তিনি এই মুহূর্তে কোনও ধরনের আলোচনায় যুক্ত নন। এতে বোঝা যাচ্ছে, অন্তত আপাতত নতুন অপর্ণা হিসেবে তাঁকে দেখার সম্ভাবনা অনেকটাই কম। এদিকে আবার ভেতরের খবর বলছে, দিতিপ্রিয়া সেটে না থাকায় সহকর্মীরা অসন্তোষ প্রকাশ করছেন। অপর্ণা ছাড়া ধারাবাহিকের গল্প একই ঘটনায় ঘুরপাক খাচ্ছে, এই পরিস্থিতি চলতি সপ্তাহের শেষেই নাকি নতুন মোড় নিতে পারে।

কারণ, এখন নাকি অপর্ণা চরিত্রের জন্য লুক-টেস্ট করা হয়েছে অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডলের (Sampurnaa Mandal)। তাঁর নির্বাচন চূড়ান্ত হয়েছে কি না তা আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরেই বোঝা যাবে, তবে সেটের ভেতরের অনেকেই বলছেন যে সম্পূর্ণা খুবই প্রতিভাবান, তাই তাকে নিয়ে ধারাবাহিকের নির্মাতাদের আগ্রহ স্বাভাবিক। দর্শকদের মধ্যেও ইতিমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, স্বভাবসিদ্ধ মধুর অভিনয় আর পর্দায় তার স্বচ্ছ উপস্থিতি অপর্ণার মতো দৃঢ় চরিত্রের সঙ্গে ভালো মানিয়ে যাবে।

প্রসঙ্গত, সম্পূর্ণাকে আগে দিতিপ্রিয়ার সঙ্গেই দেখা গিয়েছিল অন্যতম জনপ্রিয় ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে। যেখানে তিনি রানীর ছোট মেয়ে জগদম্বার চরিত্রে নজর কেড়েছিলেন। সেই কাজ থেকেই অনেক দর্শকের মনে তাঁর প্রতি বিশ্বাস তৈরি হয়েছে যে তিনি আবেগ, সরলতা আর সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ফুটিয়ে তুলতে পারেন। এরপরে বেশ কিছু ধারাবাহিক এবং ওটিটিতেও কাজ করেছেন তিনি। তাই অনেকে সমাজ মাধ্যমে লিখছেন, ‘অপর্ণা হিসেবে ওকে দেখলে খারাপ লাগবে না, বরং নতুন স্বাদ যোগ হবে গল্পে।’

উল্লেখ্য, অপর্ণা চরিত্রের জন্য শুধু সম্পূর্ণাই নন, আরও দু’জনের লুক-টেস্ট হয়েছে বলে শোনা যাচ্ছে। ফলে চূড়ান্ত তালিকায় কার নাম থাকবে তা নিয়ে কৌতূহল বাড়ছে প্রতি মুহূর্তে। চ্যানেল বা প্রযোজনা সংস্থা কেউই এই বিষয়ে মুখ খুলছে না, কিন্তু অনেকেই বলছেন যে এক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে নতুন অপর্ণা কে। আর্য-অপর্ণার রসায়ন ছিল ধারাবাহিকটির অন্যতম আকর্ষণ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জিতুর বিপরীতে সম্পূর্ণাকে কেমন লাগবে? আপনাদের মত অনুযায়ী, আর্যর পাশে অপর্ণা হিসেবে সম্পূর্ণা কতটা মানাবে?

Piya Chanda