‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক–নায়িকার অশান্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। দু’জনের মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দর্শক থেকে ইন্ডাস্ট্রি, সবাই জানতে চাইছে, এই সমস্যার শেষমেশ কোন সমাধান বেরোবে।
শোনা গিয়েছিল, পরিস্থিতি ঠিক করতে প্রযোজনা সংস্থা দুই লিড অভিনেতাকে নিয়ে বিশেষ একটি মিটিং ডাকবে। অবশেষে সেই দিনের অপেক্ষা শেষ। নির্দিষ্ট সময়েই জিতু এবং দিতিপ্রিয়া পৌঁছে যান অফিসে। টানটান পরিবেশে শুরু হয় আলোচনার পর্ব, যা দীর্ঘায়িত হয় প্রায় তিন ঘণ্টা।
তিন ঘণ্টার ওই বৈঠক ঘিরে জল্পনার সীমা ছিল না। ধারাবাহিক চালু থাকবে কি না, কারও পরিবর্তন হবে কি না, যত রকম অনুমান সম্ভব সবই চলছিল। কিন্তু দীর্ঘ আলোচনা শেষেও কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। বরং আরও ঘনীভূত হয়েছে রহস্য।
এদিকে ধারাবাহিকটি এখনও জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু দুই তারকার দ্বন্দ্বে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ জিতুর পাশে, কেউ দিতিপ্রিয়ার হয়ে আওয়াজ তুলছেন। উত্তেজনা বাড়ছে, কিন্তু উত্তর মিলছে না।
আরও পড়ুনঃ “আমাকে তো কোনদিনও ‘চিরকুমার’ কার্তিক বলে ডাকেনি কোনও নারী…আমি এবার টুক করে বিয়ে করে নেবো!”— দেবসেনাপতির সঙ্গে নিজের তুলনা টেনে অকপট রুদ্রনীল ঘোষ!
ফলে পুরো পরিস্থিতি এখন একেবারেই অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে। ইন্ডাস্ট্রি এবং দর্শকদের প্রত্যাশা যে বিতর্ক ভুলে কাজের পরিবেশ ফিরুক আগের মতো। কিন্তু এই দীর্ঘ মিটিংয়ের পরও প্রশ্নটা একই রয়ে গেল, এর পর কী হতে চলেছে?
