পুজোর আগমনী বার্তা এলেই বাঙালির উৎসবের মেজাজ চরমে ওঠে। সেই উৎসবের প্রথম ধাপ মহালয়ার (Mahalaya 2025) ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ শোনার পরে, চোখ রাখা ছোটপর্দায় (Bengali Television) — ‘মহিষাসুরমর্দিনী’ (Mahishasura Mardini) অনুষ্ঠানে। দুর্গা রূপে কে আসছেন, কোন নায়িকা মাত করছেন দেবী দশভুজার বেশে— সেই নিয়েই অনেক আগে থেকেই চায়ের টেবিলে শুরু হয় জোর আলোচনা। প্রতি বছর দর্শকদের প্রত্যাশা থাকে দেবী দুর্গার রূপে দেখার। যদি তিনি বড় পর্দার অভিনেত্রী হন, তবে তো কথাই নেই।
বাঙালির স্টার জলসা এবং জি বাংলার দুই মহালয়া অনুষ্ঠানই এবার চমকপ্রদ। স্টারে আবার ফিরছেন কোয়েল মল্লিক দুর্গা রূপে। কোয়েলের সঙ্গে থাকছেন তৃণা সাহা, হিয়া মুখোপাধ্যায়ের মতো ছোটপর্দার পরিচিত মুখরা। অন্যদিকে, জি বাংলার বড় চমক— বহুদিন পরে ছোটপর্দায় ফিরছেন ইধিকা পাল, এবার দেবী দুর্গা হয়ে। এমনকি শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া রায়, শ্বেতা ভট্টাচার্য, তনিষ্কা তিওয়ারিরাও মহালয়ার ভোরে তুলে ধরবেন মাতৃরূপ।
তবে দেবীর পরে সবচেয়ে আলোচিত চরিত্র শিব। কোন চ্যানেলে কে শিব হচ্ছেন, এটাই এখন বড় প্রশ্ন! যদিও স্টার জলসা ইতিমধ্যেই প্রকাশ করেছে তাদের ‘মহাদেব’-এর নাম— ইন্দ্রজিৎ বসু। ধারাবাহিক ‘আজকের পরশুরাম’-এর নায়ক এবার সেজে আসছেন দেবাদিদেবের রূপে। সম্প্রতি প্রকাশ পাওয়া প্রোমোতেও দেখা গেছে, একই ধারাবাহিকের সহ-অভিনেত্রী ‘অন্নপূর্ণা’ রূপী ‘তৃণা সাহা’ নিজ হাতে অন্ন দিচ্ছেন শিবরূপী ইন্দ্রজিৎকে।
ভক্তদের কাছেও ব্যাপারটা যথেষ্ট আবেগঘন। অন্যদিকে জি বাংলার শিব রূপে কিন্তু এখনও ধোঁয়াশা। দু’টি অভিনেতার নাম যদিও ঘুরপাক খাচ্ছে— জীতু কমল এবং অভিষেক বসু। দুইজনেই আগে একাধিক বার শিব রূপে ধরা দিয়েছেন মহালয়ার সকালে। জীতুর আগ্রহ বরাবরের মতো দৃঢ়, কারণ তিনি নিজেই বলেছেন— শিব তাঁর আরাধ্য। কিন্তু এই বছর হয়তো নতুন ধারাবাহিকের ব্যস্ততায় সময় দিতে পারবেন না তিনি, এমনটাই আপাতত জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ “বাবা ছাড়া আমি বাঁচব কি করে? সব শেষ হয়ে গেল আমার!”— বাবা নীলাদ্রি লাহিড়ীর মৃ’ত্যুতে ভেঙে পড়েছেন মেয়ে সম্পূর্ণা! বাবার হাত ধরেই অভিনয় শুরু, এবার তাঁর মৃ’ত্যুই মানসিকভাবে আঘাত করল কন্যাকে!
ফলে সুযোগটা হয়তো এবার অভিষেকের দিকেই এগিয়ে যেতে পারে। শেষমেশ বলাই যায়, বাঙালির মহালয়া মানে শুধু আধ্যাত্মিকতা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, সংস্কৃতির টান, আর ছোটবেলার স্মৃতি। কে হবেন দুর্গা, কে হবেন শিব— এই চর্চার মাঝেই তৈরি হয় একটা আলাদা উত্তেজনা। এবারেও সেই আবেগে ভাসছে দর্শক, অপেক্ষা শুধু মহালয়ার ভোরবেলা পর্দার সামনে বসার। আপনাদের মতে ইধিকার পাশে শিব রূপে কে বেশি উপযুক্ত?