জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দর্শকের দাবির জয়! অবশেষে মিলল আর্য চরিত্রে জিতুর প্রত্যাবর্তনের ইঙ্গিত! নির্মাতাদের চূড়ান্ত সিদ্ধান্তে, আবারও ‘চিরদিনই তুমি যে আমার’এ ফিরছেন সকলের প্রিয় আর্য, জিতু?

টেলিপাড়ার সাম্প্রতিক আলোচনার কেন্দ্রে এখন একটাই প্রশ্ন, ‘চিরদিনই তুমি যে আমার’এ (Chirodini Tumi Je Amar) আর্য সিংহ রায় চরিত্রে শেষ পর্যন্ত কে থাকছেন? একের পর এক গুঞ্জন, শিল্পীদের পরস্পরবিরোধী মন্তব্য আর সেটের ভেতরের অশান্তি মিলিয়ে পুরো বিষয়টা যেন একটা গোলকধাঁধা হয়ে উঠেছে। এই অস্থিরতার মাঝেই আবার দর্শকরা নিজেদের মতো খুঁজে নিচ্ছেন উত্তর, কোথাও যেন নাটকের থেকেও বড় হয়ে উঠেছে ক্যামেরার পিছনের নাটকীয়তা।

একদিকে জিতু কমলের (Jeetu Kamal) অভিযোগ, সহশিল্পী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) অসহযোগিতায় কাজের গতি নষ্ট হচ্ছে। অন্যদিকে দিতিপ্রিয়ার দাবি, সব কিছু ঠিকই চলছে। একই ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতার কথায় এমন বিপরীত সুর দর্শকদের আরও বিভ্রান্ত করেছে গত কয়েক দিন ধরে। কারও মতে নেপথ্যে অনেকদিনের অস্বস্তি, আবার কারও দাবি সবটাই নাকি হঠাৎ তৈরি হওয়া জটিল পরিস্থিতি।

এসবের মাঝেই দর্শকেরা গল্পের প্লট ভুলে জানতে চাইছেন, আসলে কার কথা বেশি সত্যি? আর ধারাবাহিকের ভবিষ্যতই বা কী? এই উত্তেজনার ঢেউ আরও বাড়িয়ে দিয়েছিল, গতকাল রণজয় বিষ্ণুকে নিয়ে নতুন গুঞ্জন। সকাল থেকেই ছড়িয়ে পড়ে খবর, জিতুর জায়গায় এবার তিনিই নাকি নতুন আর্য! কেউ অভিনন্দন জানাতে শুরু করেন, কেউ আবার সন্দেহ প্রকাশ করেন, সবটাই কি তবে প্রচারের জন্য সাজানো কৌশল? এরই মাঝে রণজয় নিজেই সামাজিক মাধ্যমে জানিয়ে দেন, তিনি এই ধারাবাহিকের অংশ নন।

তাঁর স্পষ্ট মন্তব্যে জল্পনার অর্ধেক মিলিয়ে গেলেও প্রশ্নটা থেকেই গিয়েছিল, তাহলে এবার আর্য হবেন কে? ঠিক এই সময়েই শিল্পী মহল থেকে ভেসে আসা নতুন খবরে খানিক আশার আলো জেগেছে। সমস্ত টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর আলোচনার পর আবারও নাকি আর্য সিংহ রায় হিসেবেই ফিরতে চলেছেন জিতু কমল। অনেকে বলছেন, চরিত্রের প্রতি জিতুর দায়বদ্ধতা এবং দর্শকের তুমুল ভালোবাসা মিলিয়ে নির্মাতারাও নাকি চাইছেন তাঁকেই রাখতে। ফলে আগের সব দ্বন্দ্ব যেন ধীরে ধীরে মিটতে শুরু করেছে।

আর ধারাবাহিকের ভবিষ্যৎ আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে পারে বলে মনে করছেন অনেকেই। যদিও চ্যানেল, প্রযোজনা সংস্থা বা স্বয়ং অভিনেতা জিতু কমলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবুও আলোচনার গতি দেখে টেলিপাড়ার বড় অংশই ধরে নিচ্ছে, আর্য সিংহ রায় চরিত্রে ফিরে আসার সম্ভাবনা জিতু কমলের দিকেই বেশি! এই মুহূর্তে তাই, জিতুর ভক্তরাও অত্যন্ত উৎসাহী। আপনাদের কী মনে হচ্ছে, অভিনেতা কি ফিরবেন?

Piya Chanda