জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’তে (Jowar Bhanta) এই মুহূর্তে টানটান পর্ব চলছে। সম্প্রতি দেখা গেছে দুই বোন নিশা আর উজির মধ্যে তাদের শত্রু ঋষিকে নিয়েই দ্বন্দ্ব! কিন্তু দিনের শেষে বোনের প্রতি বোনের দায়িত্ববোধ আর ভালোবাসাই তাদের এক করেছে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে ঋষির অপহরণ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে।
ঋষিকে নিশা অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দশ কোটি টাকা। ঋষির বাড়ির লোকেরা টাকা দিতে রাজি হলেও, অপরাধীকে ধরতে মরিয়া তারা। ক্রমাগত পুলিশের সঙ্গে যোগাযোগ করে চলেছেন তাঁরা। অপরাধীর ঘাঁটি জানার চেষ্টাও চলছে জোর কদমে। এই সব দেখে উজি ভয়ে শিউরে উঠছে দিদির কথা ভেবে যে, এবার যদি তারা ধরা পড়ে যায় তাহলে কী হবে?

মুক্তিপণ নিয়ে ঋষির বাড়ির লোকেদের নিশা রাতের বেলায় একটা জায়গায় যেতে বলে। অন্যদিকে সেও ছদ্মবেশে সেখানে হাজির হয়। নিশা জানেই না যে ঋষির বাড়ির লোকেরা তার জন্য একটা বড় ফাঁদ পেতে রেখেছে সেখানে। চারিদিকে যে পুলিশ থাকবে অপরাধীকে ধরার জন্য, এটা বলার জন্যই উজি সকাল দিয়ে অনেকবার নিশার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
অবশেষে সে এবারও নিজেই দিদিকে এই বিপদ থেকে রক্ষা করবে ঠিক করে ফেলে। সবার চোখ এড়িয়ে বাড়ির জানলা দিয়ে পালিয়ে যায় সে। এদিকে নিশা ঋষিকে ছাড়ার আগে মুক্তিপণের টাকা নিতে গেলেই পুলিশ চড়াও হয় তার উপর, কিন্তু সেই সময়ই একজন অজ্ঞাত ব্যক্তি বাইক নিয়ে হাজির হয় সেখানে আর নিশাকে নিয়ে পালিয়ে যায়। নিশা কিছুতেই বুঝতে পারে না সেটা কে।
আরও পড়ুনঃ দর্শকের দাবির জয়! অবশেষে মিলল আর্য চরিত্রে জিতুর প্রত্যাবর্তনের ইঙ্গিত! নির্মাতাদের চূড়ান্ত সিদ্ধান্তে, আবারও ‘চিরদিনই তুমি যে আমার’এ ফিরছেন সকলের প্রিয় আর্য, জিতু?
কিন্তু পরক্ষণেই জানা যায়, সেটা আর কেউ নয় বরং তার নিজের বোন উজি! গল্পে সদা শান্ত, ধীর স্থির উজিও যে এমন কিছু করতে পারে, সেটা দর্শক থেকে নিশা কেউই কল্পনাও করেনি। তাই কালকের পর্ব দেখার পড়ে এই ধারাবাহিক নিয়ে দর্শকদের উত্তেজনাও এখন তুঙ্গে। কেউ বলছেন, “আজকের উজিকে নয়, ‘জোয়ার ভাঁটা’র নায়িকাকে দেখলাম! আজকে ফাটিয়ে দিয়েছে উজি, কেউ নেকা বলতে পারবে না আর।” অন্যজনের কথায়, “উজির এন্ট্রিতে ঋষি, নিশা, টাকা সব বেঁচে গেল। উজির লুকটাও ফাটাফাটি ছিল!”
