জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Shimul Troll: ‘প্রতিবাদ করলে বাড়াবাড়ি, স্বামীকে ভালো হওয়ার সুযোগ দিলে ন্যাকামি’! পরাগ-পলাশকে বাঁচিয়ে ভুল করল শিমূল?

শুরুটা ছিল আর পাঁচটা ধারাবাহিকের মতই। দেখানো হয়েছিল শাশুড়ি-বৌমা ঝগড়া। পারিবারিক কোন্দল। এমন কি, একটি পর্বে ছেলের ফুলশয্যার ঘরেই রাত্রি যাপন করেছিলেন মা। তবে কালের নিয়মে শাশুড়ি-বৌমা সম্পর্কের সমীকরণ বদলেছে। সম্প্রতি কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha) ধারাবাহিকে (Bengali Mega serial) জমে উঠেছে বউমা-শাশুড়ি রসায়ন। বৌমা শিমূল এসে পাল্টে দিয়েছে শাশুড়ি মনন।

শিমূল তাঁর রুক্ষ স্বভাবের শাশুড়ি মধ্যে লুকিয়ে থাকা মিষ্টি স্বভাবের মানুষটিকে টেনে বের করে এনেছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করে শাশুড়ি-বৌমা মিলে। সম্প্রতি গল্পে শাশুড়ি-বৌমা এক টিমে। আর অন্য টিমে রয়েছে দুই ভাই, পলাশ-পরাগ। শিমূল ও তাঁর শাশুড়ির এই মিল দেখানোর পর তরতর করে টিআরপি বেড়েছে এই ধারাবাহিকের। এই মুহূর্তে ধারাবাহিকটি নিয়েছে নয়া মোড়।

Shimul Madhubala

সাম্প্রতিক পর্বে দেখা যায় জ্ঞান ফিরেছে শিমূলের।দশমীর দিন শীমূলের স্বামী ও দেওয়র সিদ্ধিতে ইচ্ছে করে বিষ মিশিয়ে খাওয়ায়। যার জেরে শিমূলের এই হাল। জ্ঞান ফিরলে তাঁর মা তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে চান।

শিমূলকে বিষ দেওয়ার অভিযোগ নিয়ে পুলিশের কাছে যায় বিপাশা, বর্ষা, সুচরিতা। আলাদা ভাবে যায় পলাশ ও পরাগ। বিপাশারা পুলিশকে জানায়,শিমূলকে বিষ দিয়েছে পরাগ। অনেকদিন ধরেই শিমূলের বিরুদ্ধে নানান চক্রান্ত করেছে সে। পরাগ সে কথা উড়িয়ে দিয়ে, তাঁদের দিক থেকেও অভিযোগ দায়ের করে।

অন্যদিকে, পুলিশ তদন্ত করতে এলে শিমূল সব কিছু জেনেও পরাগ ও পলাশকে বাঁচিয়ে দেয়। সবকিছু জানার পরও মুখে কুলুপ শিমূলের। সে পুলিশকে বলে, সে জানে না কে তাঁর সিদ্ধিতে বিষ মিশিয়েছে। তাঁর শিমূলের এই অতি ভাল মানুষি দেখেই ফের হাসির রোল উঠেছে নেট পাড়ায়। কেউ বলছেন,’শিমুল সবকিছু বুঝতে পেরেও পরাগ-পলাশকে বাঁচিয়ে দিচ্ছে।অবশ্যই কোন কারণ আছে।সামনে দেখা যাক শিমুল আসলে কি করতে চায়ছে।’

কেউ আবার বলছেন, ‘আগে শাশুড়ি ভাল ছিলনা।তখন একদলের অভিযোগ ছিল এসব দেখালে সংসারে অশান্তি বৃদ্ধি পাবে। এখন শাশুড়িকে ভাল করাতে অন্যদলের অভিযোগ গল্পটা আগে ভাল ছিল এখন অবাস্তব লাগছে।’

অন্য এক সিরিয়াল প্রেমীর মতে,’শিমূল প্রতিবাদ করলে একদলের বক্তব্য শিমূল বাড়াবাড়ি করে খুব। একটু মানিয়ে নিলেই সমস্যা মিটে যায়।এখন শিমুল স্ত্রী হিসেবে তার স্বামীকে ভালো হওয়ার একটা সুযোগ দিতে চায়ছে তখন অন্যদলের অভিযোগ শিমুল ন্যাকামি করছে।’

আরও পড়ুনঃ জি বাংলায় আসছে ‘মিঠিঝোরা’! এল প্রোমো! এটাই কি তবে মিঠাই ২?

তবে দর্শক মহলের এই হাজারো বাঁক বিতান্ডার মধ্যে এক দর্শকের মত,’আসলে আমরা কি চাই নিজেরাই জানিনা।যেটা দেখাবে সেটাতেই সমস্যা।তারপরও তো দেখা বন্ধ করছে না কেউ।সামনের সপ্তাহে আপনারাই মনের কথাকে আবার বেঙ্গল টপারে দ্বারপ্রান্তে নিয়ে যাবেন হয়তো। ১০০% কাউকে সন্তুষ্ট করা যায়না।কিন্তু একটা জায়গায় আমরা সবাই সম্মত আর সেটা হল আমাদের না দেখলে চলবেই না। এটাই আসল ভালবাসা হিসেবে ধরে নিতে হয়। ‘

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।