জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তিক্ত করা হচ্ছে মা- মেয়ের সম্পর্ক! গল্পে আসছে একঘেয়েমি! ‘সামনে আসুক মিহির জন্মরহস্য!’ দাবি কে প্রথম কাছে এসেছির দর্শকদের

‘গৌরী এলো’র (Gouri Elo) পর জি বাংলার (Zee Bangla) হাত ধরে অনেকদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছে অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maity)। জি বাংলার নতুন মেগা ‘কে প্রথম কাছে এসেছি’-তে মোহনার নায়ক হিসাবে দেখা যাচ্ছে সায়ন বসুকে (Sayan Basu)। ইতিমধ্যে দর্শকদের মধ্যে জনপ্রিয় এই জুটি।

‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে মোহনার চরিত্রের নাম মধুবনী। সিঙ্গেল মাদারের মধুবনী বছর পাঁচের একটি শিশুকন্যা রয়েছে। যার নাম মিহি। এই মিহিকে নিয়েই তাঁর জীবনের লড়াই। এই ধারাবাহিকে নায়িকের চরিত্রে সায়ন বসু হলেন মোহনা অফিসের বস। তাঁদের দু’জনের জীবনের প্রেক্ষাপট নিয়েই তৈরি এই গল্প।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, এই মুহূর্তে চার হাত এক করেছে নায়কের সঙ্গে চার হাত মধুবনী। প্রথম থেকেই মধুবনীকে মনে ধরেছিল তার। ছোট্ট ময়ে মিহির দায়িত্ব কাঁধে নিতে দুবার ভাবেনি সে। এই মুহূর্তে ভরা সংসার তার।

কে প্রথম কাছে এসেছি নিয়ে সমাজ সমাজমাধ্যমে কী লিখছেন দর্শক?

একজন নেটিজেন লিখছেন, ‘আজকে অনেকদিন পর ‘কে প্রথম কাছে এসেছি’ দেখলাম। মধুবনীর শ্বশুরবাড়িতে কোনো পজিটিভ ফিমেল ক্যারেক্টার নেই কেন! যে যেদিক থেকে পারছে শয়তানি করে যাচ্ছে..মধুবনীর ঠাম-শাশুড়ি হয়তো ভালো হবে, কিন্তু এই মুহূর্তে উনিও পিউর সাপোর্টিভ প্রোটাগনিস্ট নন।’

ওই নেটিজেন আরও লিখছেন, ‘তার উপর মিহি আর মধুবনীর সম্পর্কটাও খারাপ করে দেওয়া হলো..যেখানে মা-মেয়ের সম্পর্কটাই গল্পের আকর্ষণীয় বিষয়, সেখানে মিহির মনে বিষ ঢোকানোটা খারাপ লাগছে দেখতে। আরেকটা প্রশ্ন, শুরুর দিকে একটা পর্বে দেখেছিলাম মধুবনী হাসপাতালে বলছিলো যে মিহি ওর নিজের মেয়ে নয়।তাহলে এখন মধুবনীর এক্স বয়ফ্রেন্ড কেন মিহিকে নিজের রক্ত বলছে? মাঝে অনেকগুলো পর্ব মিস করেছি।মিহির জন্মরহস্য কি মাঝের পর্বগুলোতে ক্লিয়ার করা হয়েছে?’

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page