জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Icche Putul: মাখো মাখো হচ্ছে মেঘ-জিষ্ণুর সম্পর্ক! ‘তোমাকে তো এখন ভয় পাওয়ার কোনও ব্যাপার নেই’, নীলকে উস্কাল ময়ূরী

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি এক বছরের কাছাকাছি সময়ে দাঁড়িয়েও দর্শকদের মন জয় করে চলেছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । এই ধারাবাহিকের প্রতিটি পর্ব এখন জমজমাট। বাঙালি দর্শক মুগ্ধ হয়ে এই ধারাবাহিকের প্রতিটি পর্ব দেখছেন। বলাই বাহুল্য, এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করেছে অচিরেই।

একটা সময় এই ধারাবাহিক চূড়ান্ত খারাপ ধারাবাহিকের তকমা পেয়েছিল দর্শকদের কাছে। গল্পের প্লট পরিবর্তনের ফলে এই ধারাবাহিক মন জিতে নেয় দর্শকদের। নায়িকা চরিত্রটির মধ্যে বিস্তর পরিবর্তন আসে। ‌যার ফলে জমে যায় এই ধারাবাহিকটি। আর তাই আজ এক বছরের কাছাকাছি সময়ে পৌঁছেও কিন্তু এই ধারাবাহিকের টিআরপি বেশ ভালো। এই ধারাবাহিকের প্রতিটা মুহূর্তে কি হয় কি হয় এই উত্তেজনা দর্শকদের এই ধারাবাহিক দেখার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলেছে!

এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফের একবার সৌরনীল ও মেঘের জীবন বিষিয়ে দিতে তৎপর হয়েছে ময়ূরী। কারণ সৌরনীল ফের একবার তাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে। আর সেইজন্য নীলকে শাস্তি দিতে উদ্যত হয়েছিল ময়ূরী। আর বাবার কথায় তাকে উদ্ধার মেঘ। আর তাই দুজনের ওপরই রাগ গিয়ে পড়েছে তার। আর তাই ময়ূরী ফের একবার মেঘের সর্বনাশ করার পরিকল্পনা করেছে।‌ এবার সে সঙ্গে নিয়েছে রূপকে।

ময়ূরী রূপকে একটা পরিকল্পনার কথা বলে যেটা বেশ পছন্দ হয় রূপের। এরপর রূপ ময়ূরীকে বলে এই প্ল্যানটা বাস্তবায়িত করতে অনেকগুলো মানুষকে প্রয়োজন। সেইসঙ্গে প্রয়োজন একটা জায়গার। রূপ রায়চকের একটা হোটেলে এই প্ল্যানটা বাস্তবায়িত করার ব্যবস্থা করে।

মেঘের সঙ্গে কথা বলার জন্য মেঘের বাড়িতে আসে নীল। আর সেই সময় ময়ূরী নীলকে দেখে এমন অনেক কথা বলে যাতে নীলের মনে সন্দেহ বাড়তে থাকে। যেখানে ময়ূরী এসে নীলকে বলে এসেছ ভালো কথা, কিন্তু এখন তো বেশ মাখো মাখো হয়েছে মেঘ-জিষ্ণুর! তোমাকে তো এখন ভয় পাওয়ার কোন ব্যাপার নেই! আর মেঘের কথা শুনে ফের সৌরনীলের মনে সন্দেহ জাগে। যদিও সে বুঝতে দেয় না।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page