জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Icche Putul: সিঁথির সিঁদুর মুছে চিরজীবনের জন্য নীলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মেঘ! আবারও মেঘ নিতে চলেছে এক বড় পদক্ষেপ

গিনিকে বাঁচাতে গিয়ে মেঘ আবারও শ্বশুরবাড়িতে সকলের কাছে খারাপ হয়ে গেল। আগেই মেঘকে সমস্যায় ফেলার সুযোগ পেয়ে রূপের সঙ্গে মেঘের নাম জোড়ায় ময়ূরী। আর তাতেই নীল আগেই মেঘের সঙ্গে খারাপ ব্যবহার করে চলেছিল। এবার রূপের জন্য মেঘ সকলের সামনে অপমানিত হল। আর তাই এবার মেঘ সকলের সামনে নিয়েছে মারাত্মক সিদ্ধান্ত। মেঘের বাপেরবাড়ির পাড়ার এক লম্ফোট ছেলের সঙ্গে নীলের বোন গিনির সম্পর্ক রয়েছে। আর তাই মেঘ সেই সম্পর্ক নিয়ে খুবই চিন্তিত। মেঘ চায় না গিনি এই সম্পর্কে থাকুক। তাই বারংবার মেঘ গিনিকে সাবধান করেছে।

আমরা জানি, শ্বশুর ও ঠাম্মি ছাড়া মেঘকে গাঙ্গুলি বাড়ির বউ হিসাবেও মানতে চায় না কেউ। তবুও মেঘ সর্বদা শ্বশুরবাড়ির লোকজনকে নিজের ভেবে আগলে রাখার চেষ্টা করে। চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। শুরু হওয়ার সাথে সাথে বড় লিপ নেওয়ার কথাও উঠেছে এই ধারাবাহিকের। দুই বোনের গল্প নিয়েই শুরু হয় এই ধারাবাহিক। ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই গল্পে লেখক এনেছেন বিয়ের ট্র্যাক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস এবং শ্বেতা মিশ্র।

আরো পড়ুন: Mainak Banerjee: টলিউডে প্রতিষ্ঠা পেতে প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে উঠতে বসতে হবেই! ইন্ডাস্ট্রিতে টিকে থাকার একমাত্র উপায় নিয়ে বিস্ফোরক ইচ্ছে পুতুলের ‘নীল’ মৈনাক

ধারাবাহিকে দুই বোনের মধ্যে বড় বোন অসুস্থ এবং ছোট বোন নিজের জীবন স্যাক্রিফাইস করে দিদিকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তারপরও বড় বোন ময়ূরী ছোট বোন মেঘকে পছন্দ করে না। ধারাবাহিকটির প্রোমো দেখে অনেকের মনে হয়েছিল, হয়তো এই ধারাবাহিক ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের কপি। যদিও পুরোটা কপি না হলেও গল্পের মধ্যে রয়েছে অনেক মিল। ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই গল্পে লেখক এনেছেন বিয়ের ট্র্যাক। পাশাপাশি এও দেখা যায়, দিদির ছোট বোনের পছন্দের ছেলেকেও বিয়ে করতে চায় সে।

ময়ূরী সর্বদা মেঘকে বিপদে ফেলার নানারকম ফন্দি করে চলেছে। তবে শ্বশুরবাড়ির সকলে ময়ূরীকে বেশি পছন্দ করে। ময়ূরীর উপর বিশ্বাস রাখে। নীলের বোন গিনিও মেঘকে একেবারেই সহ্য করে না। আর তাই স্বাভাবিক ভাবেই মেঘের কথায় পাত্তা দেয় না গিনি। এদিকে রূপ গিনির বাড়িতে এসে মিষ্টি কথায় সকলকে ইমপ্রেস করে। যখন গিনির রুমে রূপ যায়। সেসময় গিনি ও বাড়ির সকলের অবর্তমানে ভুল করে কফি দিতে গিয়ে রূপের সামনে পরে যায় মেঘ। আর তখনই রূপ মেঘের গায়ে হাত দেয়, বাজে ব্যবহার করে মেঘের সঙ্গে।

আরো পড়ুন: Rubel Das Accident: দুটো পায়ের গোড়ালি ভাঙল পর্ণার বর ‘সৃজন’ রুবেলের! চিন্তায় প্রেমিকা শ্বেতা! কী করে ঘটল এত বড় দুর্ঘটনা?

সেসময় নীল সেখানে উপস্থিত হয়। মেঘ ও রূপকে ঘনিষ্ঠ ভাবে দেখে সে ভাবে এসবের জন্য মেঘই দায়ী। এরআগেও নীল বহুবার মেঘকে অবিশ্বাস করেছে। আর তাই মেঘ শ্বশুরবাড়ির সকলের সামনে প্রতিজ্ঞা নিয়েছে, নিজের সঙ্গে নীলের সমস্ত সম্পর্ক শেষ করে দেবে এবং ময়ূরীর সঙ্গে নীলের বিয়ে দেবে। একদিকে মেঘ বাপেরবাড়ি এসে নিজের সিঁথির সিঁদুর মুছে দেয়, অন্যদিকে নীল তাদের একসঙ্গে থাকা ছবি চিরে আগুনে পুড়িয়ে দেয়। এবার হয়তো আগের কথামতোই গল্পে আসবে বড়সড় লিপ। কিন্তু আদোও কি রূপের আসল রূপ সকলের সামনে আনতে সক্ষম হবে মেঘ?

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page