Connect with us

    Bangla Serial

    Icche Putul: নীলের সঙ্গেই ময়ূরীর বিয়ে হবে নাকি মেঘের দিদিভাইয়ের মাথায় উঠল অন্য কারুর নামে সিঁদুর? শেষ অবধি কার সাথে ময়ূরীর বিয়ে দিল মেঘ? ধামাকেদার পর্ব ফাঁস

    Published

    on

    এবার রূপের সঙ্গে হাত মিলিয়ে মেঘকে বদনাম করল ময়ূরী। গিনিকে বাঁচাতে গিয়ে মেঘ আবারও শ্বশুরবাড়িতে সকলের কাছে খারাপ হয়ে গেল। আগেই মেঘকে সমস্যায় ফেলার সুযোগ পেয়ে রূপের সঙ্গে মেঘের নাম জোড়ায় ময়ূরী। আর তাতেই নীল আগেই মেঘের সঙ্গে খারাপ ব্যবহার করে চলেছিল। এবার রূপের জন্য মেঘ সকলের সামনে অপমানিত হল। আর তাই এবার মেঘ সকলের সামনে নিয়েছে মারাত্মক সিদ্ধান্ত। আর নয়, এবার চিরতরে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিল মেঘ। নীলকে দিতে চলেছে ডিভোর্স। শুধু তাই নয়, ডিভোর্সের পাশাপাশি নীলের সঙ্গে ময়ূরীর বিয়েটাও নিজে হাতে দেবে মেঘ, এমনটাই প্রতিজ্ঞা করেছে সে।

    উল্লেখ্য, মেঘের বাপেরবাড়ির পাড়ার এক লম্ফোট ছেলের সঙ্গে নীলের বোন গিনির সম্পর্ক রয়েছে। আর তাই মেঘ সেই সম্পর্ক নিয়ে খুবই চিন্তিত। মেঘ চায় না গিনি এই সম্পর্কে থাকুক। তাই বারংবার মেঘ গিনিকে সাবধান করেছে। কিন্তু মেঘের কথা কেউই বিশ্বাস করেনি। আমরা জানি, শ্বশুর ও ঠাম্মি ছাড়া মেঘকে গাঙ্গুলি বাড়ির বউ হিসাবেও মানতে চায় না কেউ। তবুও মেঘ সর্বদা শ্বশুরবাড়ির লোকজনকে নিজের ভেবে আগলে রাখার চেষ্টা করে। চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। শুরু হওয়ার সাথে সাথে বড় লিপ নেওয়ার কথাও উঠেছে এই ধারাবাহিকের। দুই বোনের গল্প নিয়েই শুরু হয় এই ধারাবাহিক।

    ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই গল্পে লেখক এনেছেন বিয়ের ট্র্যাক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস এবং শ্বেতা মিশ্র। ধারাবাহিকে দুই বোনের মধ্যে বড় বোন অসুস্থ এবং ছোট বোন নিজের জীবন স্যাক্রিফাইস করে দিদিকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তারপরও বড় বোন ময়ূরী ছোট বোন মেঘকে পছন্দ করে না। ধারাবাহিকটির প্রোমো দেখে অনেকের মনে হয়েছিল, হয়তো এই ধারাবাহিক ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের কপি। যদিও পুরোটা কপি না হলেও গল্পের মধ্যে রয়েছে অনেক মিল। ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই গল্পে লেখক এনেছেন বিয়ের ট্র্যাক। পাশাপাশি এও দেখা যায়, দিদির ছোট বোনের পছন্দের ছেলেকেও বিয়ে করতে চায় সে।

    tollytales whatsapp channel

    ময়ূরী সর্বদা মেঘকে বিপদে ফেলার নানারকম ফন্দি করে চলেছে। তবে শ্বশুরবাড়ির সকলে ময়ূরীকে বেশি পছন্দ করে। ময়ূরীর উপর বিশ্বাস রাখে। নীলের বোন গিনিও মেঘকে একেবারেই সহ্য করে না। আর তাই স্বাভাবিক ভাবেই মেঘের কথায় পাত্তা দেয় না গিনি। এদিকে রূপ গিনির বাড়িতে এসে মিষ্টি কথায় সকলকে ইমপ্রেস করে। যখন গিনির রুমে রূপ যায়। সেসময় গিনি ও বাড়ির সকলের অবর্তমানে ভুল করে কফি দিতে গিয়ে রূপের সামনে পরে যায় মেঘ। আর তখনই রূপ মেঘের গায়ে হাত দেয়, বাজে ব্যবহার করে মেঘের সঙ্গে। সেসময় নীল সেখানে উপস্থিত হয়। মেঘ ও রূপকে ঘনিষ্ঠ ভাবে দেখে সে ভাবে এসবের জন্য মেঘই দায়ী। আর তাতে সায় দেয় ময়ূরী।

    সকলের সামনে আবারও অপমানিত হয়ে এবার মেঘ ডিভোর্সের সিদ্ধান্তে আসে। তবে কি এবার সত্যি ময়ূরীর সঙ্গে নীলের বিয়ে হয়ে যাবে? এরআগেও নীল বহুবার মেঘকে অবিশ্বাস করেছে। আর তাই মেঘ শ্বশুরবাড়ির সকলের সামনে প্রতিজ্ঞা নিয়েছে, নিজের সঙ্গে নীলের সমস্ত সম্পর্ক শেষ করে দেবে এবং ময়ূরীর সঙ্গে নীলের বিয়ে দেবে। একদিকে মেঘ বাপেরবাড়ি এসে নিজের সিঁথির সিঁদুর মুছে দেয়, অন্যদিকে নীল তাদের একসঙ্গে থাকা ছবি ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয়। আমরা এরআগেও বহু ধারাবাহিকে দেখে এসেছি, খলনায়িকার সঙ্গে নায়কের বিয়ে হতে। আর তাই ময়ূরীর সঙ্গে নীলের বিয়েটা অস্বাভাবিক নয়। তবে শেষ সময়ে আবার মোড় ঘুরে যেতেও পারে। শেষপর্যন্ত কি হতে চলেছে, তাই দেখার অপেক্ষায় দর্শক।