Bangla Serial

ম’রে’নি কুটনি! হাসপাতাল থেকে পালিয়ে এবার মিশকার পয়লা টার্গেট সোনা-রূপা! ফের দীপার জীবনে নামল বিপর্যয়

বাংলা বিনোদনের চ্যানেলগুলির মধ্যে অন্যতম জনপ্ৰিয় স্টার জলসা (Star Jalsha)টিআরপি (TRP) তালিকায় প্রথম পাঁচের সিংহভাগ দখলে না থাকলেও, ধারাবাহিক প্রেমী মহলে বেশ জনপ্রিয় জলসার কয়েকটি ধারাবাহিক। ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। গল্পের নায়িকা দীপা। দীপার জীবনে যেন সুখ ক্ষণস্থায়ী।

একের পর এক ঝড় বয়ে যায় দীপার উপর। সূর্যর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে জীবনে স্বস্তির নিশ্বাস নেয়নি সে। প্রথমে মেয়ের অসুখ, সূর্যের পরিবারের দায়িত্ব, পারিজাত সেন ও কুমারের ষড়যন্ত্র আর এখন অর্জুনের সঙ্গে মিথ্যে বিয়ের নাটক। আর উপরি বিরহ বেদনা আর ডাক্তারবাবুর সঙ্গে ভুল বোঝাবুঝি।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, এই মুহূর্তে রূপার জন্য বিয়ের নাটক জারি রেখেছে দীপা আর অর্জুন। সূর্যের নোটিশ পাওয়ার পর সোনা-রূপাকে নিয়ে অর্জুনের বাড়ি এসে থাকছে সে। এদিনের পর্বে দেখা যাবে অর্জুনের রাতের খাবার নিয়ে হাসপাতালে আসবে দীপা। কিন্তু হাসপাতালে অর্জুন নেই। তার কেবিনের ড্রয়ার থেকে কয়েকটি ডায়েরি পায় দীপা। আর ডায়েরির পাতা উল্টে মেলে অর্জুনের আসল সত্যি।

দীপা বুঝতে পারে ছোটবেলা থেকে দীপাকে এক তরফা ভালোবেসে এসেছে অর্জুন। আর তার দুই মেয়েকেও ভালোবাসে সে। তারপর অর্জুনকে খুঁজতে খুঁজতে দীপা পার্কে এসে পৌঁছয়। দেখে অর্জুন পার্কের বেঞ্চে শুয়ে আছে। দীপাকে দেখে ভাল লাগে অর্জুনের। কারণ দীপা তার জন্য খাবার নিয়ে এসেছে।

এদিকে, দীপার অবর্তমানে অর্জুনের বাড়িতে এসে হাজির মিশকা। দেহে একাধিক ফ্র্যাকচার থাকা সত্ত্বেও আটকে রাখা যায়নি মিশকাকে। হাসপাতালের জানলা থেকে পালিয়ে এসেছে সে। আর ফিরে এসে তার প্রথম শিকার সোনা-রূপা। সোনাকে রীতিমতো ভয় দেখাতে থাকে মিশকা। কিন্তু মোক্ষম সময় সেখানে এসে হাজির হয় প্রবীর আর সোনার ভাল দাদু। তাই কোনো ক্ষতি না করেই পালিয়ে যেতে হয় মিশকাকে। তবে আবার ফিরবে সে। জেল পালানো মিশকা ফের বড় কোনো বিপর্যয় নিয়ে আসছে দীপার জীবনে।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।