Connect with us

  Bangla Serial

  Mithai Girl Name: মিঠাই শেষ হতেই ছোট্ট মিঠাই এসেছে ঘরে! মিঠাইয়ের স্বভাব ও সৌন্দর্য্যে মুগ্ধ ঠাকুমা শখ করে নাতনির নাম রাখল ‘মিঠাই’! বড় প্রাপ্তি সৌমীতৃষার

  Published

  on

  ৯ই জুন ছিল অন্তিম পর্ব ‘মিঠাই’ (mithai) এর। এই শেষটা মেনে নিতে না পারলেও নতুনকে স্বাগত জানিয়ে হাসিমুখে বিদায় জানালেন গোটা মিঠাই পরিবার। অতীতের কিছু টুকরো স্মৃতিকে মনে রেখেই তারকারা বিদায় জানিয়েছেন জিনপ্রিয় এই ধারাবাহিককে। দর্শকদের কথায়, ‘মিঠাই সবসময় আমাদের ফ্যানদের মণিকোঠায় থেকে যাবে, থেকে যাবে “সিধাই” এর মতো কালজয়ী জুটি।’

  এই ধারাবাহিকের মধ্যে দিয়ে কেন্দ্রীয় দুই চরিত্র সকলের খুব কাছের হয়ে উঠেছিলেন। ধারাবাহিকের মধ্যে দিয়ে প্রথমদিন থেকে গ্রামের মিষ্টি মেয়ে মিঠাই বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে। নায়িকা মিঠাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ড। অনস্ক্রিনে এই সিধাই জুটির কেমিস্ট্রি, দুষ্টু মিষ্টি মুহূর্ত, দারুণ অভিনয়ে বুঁদ হয়েছিল বাঙালি দর্শককুল।

  আর তাই তো এই ধারাবাহিকের অন্তিম লগ্নে দর্শকদের ব্যাকুলতা বিশেষভাবে প্রকাশ পায়। যেন দর্শকদের মধ্যে আবেগের বিস্ফোরণ ঘটেছে। ধারাবাহিকের নায়িকা সৌমীতৃষার জন্য ভক্তদের অবিশ্বাস্য রকমের ভালোবাসা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। শেষ শুটিং-এর দিনে ভক্তদের উপচে পড়া ভিড়। যেন দুঃস্বপ্নেও হয়ত তাঁরা ভাবেননি যে ‘মিঠাই’ বন্ধ হয়ে যাবে।

  tollytales whatsapp channel

  খুদে মিঠাই’এর সন্ধান

  সৌমিতৃষা অভিনীত ‘মিঠাই’ আপামর দর্শকের তথা দুই বাংলার মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে। এবার তার আরও একটি প্রমান পাওয়া গেল কলকাতা শহরেই। কলকাতা শহরের বাঁশদ্রোণী এলাকার দত্ত পরিবার প্রথম থেকেই ছিল ‘মিঠাই’ ধারাবাহিকের বিশাল ভক্ত। সেই একুশ সালের জানুয়ারি মাসে মিঠাই তাঁদের পরিবারে নিয়ে এসেছিল একরাশ “খুশির হাঁড়ি”। মিঠাই তথা সৌমিতৃষার প্রাণখোলা হাসি, মিষ্টি স্বভাব, সুচারু সৌন্দর্য্য তাঁদের হৃদয়কে স্পর্শ করে। এতটাই ভালোবাসা ছিল মিঠাই’এর প্রতি যে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের পরিবারে আগত নতুন সদস্যাটির নামও রেখেছেন “মিঠাই”।

  শিল্পী হিসেবে বড় প্রাপ্তি

  ছোট্ট মিঠাইয়ের ঠাকুমারই ছিল এই নাম রাখায় উদ্যোগ। নাতনিকে মিঠাই’এর মতো সুন্দর মনের, সেরা মানুষ হিসেবে দেখতে চান ঠাকুমা। গত ২২ তারিখে এই ক্ষুদে সদস্যার জন্মদিনে ছোট্ট সেই খুদে পেয়েছে মিঠাই’এর সঙ্গে ছবি কোলাজ করা তার একটি মিঠাই লেখা ফটো ফ্রেম। ‘মিঠাই’ নামক এই কাল্পনিক চরিত্রটি মানুষকে যে এতখানি অনুপ্রাণিত করতে পারবে, তা সত্যি অভাবনীয়। ‘দিদি নম্বর ওয়ান’এর মঞ্চে দাঁড়িয়ে সেই ছোট্ট মেয়েটির মুখে “আমি মিঠাই হতে চাই” বলা এবং দত্ত পরিবারের মন ছুঁয়ে যাওয়া নামকরণ অভিনেত্রী সৌমীতৃষা তথা একজন শিল্পীর কাছে একটা বড় প্রাপ্তি।