জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP List: মনফাগুন আর গাঁটছড়াকে এক ধাক্কায় দূরে সরিয়ে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করল আমাদের মিঠাই রানী!

প্রত্যেক বৃহস্পতিবার বেলা সাড়ে 11 টা বাজলেই চলতি সপ্তাহের টিআরপি রেটিং লিস্ট কী হবে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন 2 চ্যানেল এর ভক্তরা।

বিগত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসা এবং জি বাংলার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনো মিঠাই টপার হচ্ছে আবার কখনো গাঁটছড়া। খড়ি আর মিঠাইয়ের মধ্যে যেন একটা অদৃশ্য যুদ্ধ লেগে আছে। মিঠাই এর জিআরপি রেটিং বাড়ার সম্ভাবনা খুব বেশি তার কারণ বর্তমানে মিঠাইতে চলছে টানটান উত্তেজনা ভরা গল্প। অন্যদিকে গাঁটছড়ার নম্বর কমছে অন্য কারণে কারণ এখানে দ্যুতি আর রাহুলের বদমাইশি সাধারণ মানুষ আর নিতে পারছেন না।

এই সপ্তাহের টিআরপি রেটিং কেমন হলো? তার তালিকা তো আমাদের হাতে এসে গেছে। সেটা জানানোর আগে আপনাদের বলা যাক যে সত্যিই টিআরপি রেটিং তালিকা আনপ্রেডিক্টেবল।যে সিরিয়াল নিয়ে আলাপ-আলোচনা বেশি হয় সোশ্যাল মিডিয়ায় সেই সিরিয়াল ধারে কাছে থাকেনা টিআরপি রেটিংয়ের। অন্যদিকে যে সিরিয়াল গুলোকে আমরা ভাবি ফ্লপ কেউ দেখেনা সেগুলোই টিআরপি রেটিং তালিকায় দুর্ধর্ষ ফলাফল করে।

তাহলে আপনাদের অপেক্ষার অবসান ঘটানো যাক। চলতি সপ্তাহের টিআরপি রেটিংয়ে টপার হলো আমাদের মিঠাই রানী। 8.6 পয়েন্ট পেয়ে এবার মিঠাই প্রথম স্থানে। উচ্ছে বাবু এবং মিঠাই রানী ফের কামাল করে দিল আরো একবার। দ্বিতীয় স্থানে রয়েছে চমকপ্রদক ফলাফল। গাঁটছড়া রয়েছে দ্বিতীয় স্থানে, তার প্রাপ্ত পয়েন্ট 8.4। সেই সঙ্গে একই নম্বর পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার গৌরী এলো।

তৃতীয় স্থানে রয়েছে অনুরাগ এর ছোঁয়া। তার প্রাপ্ত পয়েন্ট 7.9। চতুর্থ স্থানে রয়েছে উমা। তার প্রাপ্ত পয়েন্ট 7.6। পঞ্চম স্থানে রয়েছে আলতা ফড়িং। তার প্রাপ্ত পয়েন্ট 7.5।

বাকি কোন সিরিয়াল কত নম্বর পেয়েছে আপনাদের জন্য রইল:
খেলাঘর (1.6)

গুড্ডি (2.8) | দিদি No.1 S9 (3.4)

গোধূলি আলাপ (4.2) | উড়ন তুবড়ি (4.2)

খুকুমণি হোম ডেলিভারি (5.2) | পিলু (7.2)

গাঁটছড়া (8.4) | উমা (7.6)

আলতা ফড়িং (7.5) | গৌরী এলো (8.4)

ধুলোকণা (7.4) | মিঠাই (8.6)

মন ফাগুন (6.6) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (7.0)

আয় তবে সহচরী (6.7) | সর্বজয়া (5.8)

অনুরাগের ছোঁয়া (7.9) | কড়িখেলা (4.7)

গঙ্গারাম (5.0) | এই পথ যদি না শেষ হয় (6.0)

গ্রামের রানী বীণাপাণি (3.0) | যমুনা ঢাকি (3.1)

জয় গোপাল (2.1) | মঙ্গলময়ী সন্তোষী মা (2.1)

রান্নাঘর (1.5)
দাদাগিরি S9 (5.5)
দিদি No.1{SUN} (5.2)
Ismart Jodi (4.4)

Piya Chanda

                 

You cannot copy content of this page