জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বহুবার চেষ্টা করেও সন্তান জন্ম দিতে পারেননি, শুনতে হয়েছে কটাক্ষ! ইস্মার্ট জোড়িতে এসে কান্নায় ভেঙ্গে পড়লেন রুপঙ্করের স্ত্রী

স্টার জলসায় সবে শুরু হয়েছে রিয়ালিটি শো ইস্মার্ট জোড়ি। তবে শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এই শো। টেলিভিশনের পরিচিত তারকা দম্পতিরা প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে আবার এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউডের সুপারস্টার জিৎ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচি ও স্ত্রী চৈতালিও অংশগ্রহণ করেছেন এই খেলায়।

চৈতালির রসবোধে হাসির ফোয়ারা। কিন্তু তার মাঝেও হঠাৎ করেই আবেগঘন হয়ে পড়লেন তিনি। শোয়ের একটি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আসন্ন সপ্তাহে এবার বিশেষ থিম থাকছে ফ্যামিলি স্পেশাল উইক। জিতের সামনেই চৈতালি কেঁদে ফেললেন। তিনি বলেন মা হওয়ার সুখ চেয়েছিলেন তিনি। কিন্তু অনেক চেষ্টা করেও হতে পারেননি। তারপরেই সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ও গায়ক রূপঙ্কর। কন্যা মহুলকে নিয়ে আসেন মঞ্চে।

তবে মেয়েকে এই সত্যটি থেকে আড়ালে রাখেননি তিনি। মেয়েকে জানান যে সে মায়ের গর্ভ থেকে নয় মনের ভিতর থেকে জন্ম নিয়েছে। তবে দুজনের এই সিদ্ধান্তে হাততালিতে ফেটে পড়ে মঞ্চ। বর্তমানে তারা তিনজনে সুখে সংসার করছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page