জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিতর্ক পেরিয়ে অবশেষে বিদায় নিচ্ছে ‘মিঠিঝোরা’! টিআরপি কমতেই রাতারাতি বন্ধ হচ্ছে ধারাবাহিক! আরাত্রিকার শুটিং শেষের দিনে আবেগঘন পোস্ট ! কবে হবে অন্তিম সম্প্রচার? শেষ পর্বে কী চমক দিচ্ছে রাই-স্রোত?

অবশেষে শেষ অধ্যায়ের পথে পা বাড়াল ‘মিঠিঝোরা’ (Mithijhora Ending)জি বাংলার (Zee Bangla) পর্দায় এই ধারাবাহিক একাধিকবার স্লট পরিবর্তনের শিকার হয়েছে। কখনও নায়কের বিদায়, কখনও নায়িকার চরিত্রে বদল এনে তাঁকে খলনায়িকার রূপ দেওয়া — সব মিলিয়ে নানা চমকই দেখেছে দর্শক। ‘মিঠিঝোরা’র এই যাত্রা যতটা সরল ছিল না, তার থেকেও বেশি আলোচিত হয়েছে এই ধারাবাহিকের চরিত্র ও গল্পের মোড়।

সমাজ মাধ্যমে ইতিমধ্যেই রাই চরিত্রে অভিনয় করা আরাত্রিকা মাইতি শেয়ার করেছেন নিজের চরিত্রের একগুচ্ছ ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘রাইপূর্ণার টইমলাইন’। অনেকেই ধরে নিয়েছেন, এটাই রাই-এর শেষ পোস্ট হতে পারে ‘মিঠিঝোরা’কে কেন্দ্র করে। তবে তার থেকেও বেশি চর্চায় এসেছে এক নেটিজেনের কটাক্ষ, যেখানে লেখা, ‘বাংলার সবচেয়ে অর্থহীন, ফালতু সিরিয়াল। কবে বন্ধ হবে কে জানে!’

এই মন্তব্যের জবাবে আরাত্রিকার বলা কথাই ইঙ্গিত দেয় যে ধারাবাহিকটি সত্যিই শেষের মুখে। এদিন আরাত্রিকা সমাজ মাধ্যমে আরও একটি ছবি পোস্ট করেন, সেখানে মিঠিঝোরা টিমের সদস্যদের ছবি দিয়ে তিনি লেখেন,”মিঠিঝোরা’র শেষ শ্যুটিং! ১৯ মাস এর জার্নি শেষ! আসলে প্রায় দু’বছর ধরে ১৪ ঘন্টা এই চরিত্রে করতে গিয়ে আমরা ভুলেই গিয়েছিলাম বাস্তবেটা। আমরা নিমিত্ত মাত্র, আমাদের প্রতিনিয়ত নির্দিষ্ট পোশাক পরিয়ে, মেকাপ-চুল বেঁধে, সেই চরিত্রটা যাঁরা গড়ে তোলেন,

যিনি কলমে সেই চরিত্রে প্রাণ দান করেন, সামনে ১৪ ঘন্টা যিনি উজাড় করে দেন, তাঁর বা তাঁদের জন্যও বোধহয় এটা মেনে নেওয়া সহজ না।” প্রসঙ্গত, শেষ পর্বে দেখা যাবে বহু ভুল বোঝাবুঝির অবসান। একসঙ্গে আসবে স্রোত ও সার্থক। দু’জনের রোম্যান্টিক মুহূর্ত দর্শককে একপ্রকার আবেগে ভাসাবে। তবে এর মধ্যেও রাই-এর জীবনে রয়ে যাবে অশান্তির ছাপ। মা হওয়ার পর সে ভুগছে পোস্টপার্টেম ডিপ্রেশনে, যা খুবই সংবেদনশীল এবং সমসাময়িক একটি সামাজিক দিক।

এই জায়গায় দাঁড়িয়ে অনির্বাণের আচরণ আরও কঠোর। তার মানসিক অবস্থা বুঝে না নিয়ে, স্ত্রীর উপর চাপ সৃষ্টি করতে দেখা যাচ্ছে তাকে। চরিত্রগুলির মধ্যেকার দ্বন্দ্ব এবং পরিস্থিতিগুলিকে কেন্দ্র করে ‘মিঠিঝোরা’র শেষ অধ্যায় সাজানো হয়েছে। সিমি চরিত্রটি যেভাবে অনির্বাণকে রাই-এর পাশে দাঁড়ানোর কথা বোঝাবে, তা এক নতুন বার্তা দেবে দর্শকদের। এদিকে নীলু এবং ক্রান্তি নির্দোষ প্রমাণিত হবে।

মানুষের স্বার্থে সংসারে না ফিরে নিজেদের জীবন উজাড় করে দেবে তারা। গল্প যতই সমালোচিত হোক, শেষ মুহূর্তে এই ধারাবাহিকের সামাজিক বার্তা এবং চরিত্রগুলোর পরিণতি নিয়ে কৌতূহল রয়েছে দর্শকমহলে। নানা ওঠাপড়া আর বিতর্কের মধ্য দিয়ে এগিয়ে চলা এই ধারাবাহিক শেষ হতে চলেছে জুন মাসের ২৫ তারিখে। শেষপর্যন্ত ‘মিঠিঝোরা’ কোন ছাপ রেখে যায়, সেটাই এখন দেখার।

Piya Chanda

                 

You cannot copy content of this page