Connect with us

Bangla Serial

Kar Kacche Koi Moner Kotha: শিমুলের গায়ে হাত তোলার শাস্তি! পরাগ-পলাশকে লাঠি দিয়ে বেধড়ক পেটালো তাদের মা! তুলকালাম আগাম পর্ব

Published

on

parag and palash in kkkmk

জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar Kachhe Koi Moner Kotha)। অর্ক গাঙ্গুলীর নির্দেশনায় এই ধারাবাহিকটি এই মুহূর্তে বাঙালির অন্যতম হট ফেভারিট ধারাবাহিক হয়ে উঠেছে। বাঙালি দর্শক এই ধারাবাহিকটি দেখতে এখন দারুণ রকম পছন্দ করছেন। বিশেষ উৎসাহ বোধ করছেন এই ধারাবাহিকের প্রতি।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ধারাবাহিকটি এই মুহূর্তে বাঙালি দর্শকদের পছন্দের হয়ে উঠলেও একটা সময় এই বাঙালি দর্শকই এই ধারাবাহিকের বিভিন্ন পর্ব নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। বলাই বাহুল্য, এই ধারাবাহিকটি এই মুহূর্তে দর্শকদের বাস্তবধর্মী বিষয়বস্তু দেখাচ্ছে। আর যার ফলে দর্শকগ্রাহ্য হয়ে উঠেছে কার কাছে ক‌ই মনের কথা।

এই ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি শ্বশুরবাড়িতে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে শিমুলকে।‌ বিভিন্ন সময় শ্বশুরবাড়ির প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে সে। অত্যাচার সহ্য করে মুখ চুপ করে বসে থাকেনি।‌ দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের নায়িকা শিমুল।

এই মুহূর্তে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে চাইছে শিমুল। সে যা পারে, যতটুকু পারে সবটা দিয়ে সে নিজেকে মেলে ধরার চেষ্টা করছে। আর শুধু সে একা নয়, নিজের প্রতিবন্ধী ননদকেও পরিচয় দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। আর এই বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছে না পরাগ এবং পলাশ।

তার এই সাফল্য সহ্য করতে না পেরেই তার স্বামী পরাগ মিথ্যে অসুস্থতার নাটক করে শিমুলকে আটকানোর চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। ধারাবাহিকের দেখা যাবে, শিমুলের প্রতি ক্ষোভ থেকে নিজের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে পরাগ। বোনের গায়ে হাত তুলতে যায়‌। শিমুলকে টানতে টানতে বাড়ি থেকে বার করে দিতে উদ্যত হয়। এই সময় মধুবালা পরাগ এবং পলাশকে স্পষ্ট জানিয়ে দেয়, এই বাড়িতে থাকতে হলে তাদের দুজনকে কিছু নিয়ম মেনে চলতে হবে।

আরও পড়ুনঃ এবার মা দূর্গা ফুলকিকে রাস্তা দেখালো! বলি দিয়ে শালিনীকে এবার তাড়াবে ফুলকি! ধামাকা প্রোমো আপডেট

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নিজের রাগ থেকে লাঠি এনে শিমুলকে মারতে যায় পরাগ। আর ঠিক তখনই শিমুলের সামনে ঢাল হয়ে দাঁড়ায় তাঁর শাশুড়ি মধুবালা। পরাগের আনা লাঠি দিয়েই তিনি পরাগকে বেধড়ক পেটান। তিনি বলেন যদি শিমুলের গায়ে একটাও আঁচর লেগেছে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। আর মায়ের এমন রূপ দেখে ভয় কাঁপতে থাকে পরাগ আর পলাশ।