বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে বেশ কিছু ধারাবাহিক নতুন শুরু হয়েছে। সেটা জি বাংলা হোক বা স্টার জলসা। সম্প্রতি জি বাংলার পর্দায় সোহাগ জল ধারাবাহিকটি শেষ হয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা। এই নতুন ধারাবাহিকটি যে জনপ্রিয়তা পাবে তা আগেই আন্দাজ করা গিয়েছিল। উল্লেখ্য এই ধারাবাহিককে ঘিরে দর্শকদের মধ্যেও তুমুল উত্তেজনা দেখা গিয়েছিল।
উল্লেখ্য, এই ধারাবাহিকের মধ্যে দিয়ে একসঙ্গে পর্দায় ফেরেন বাংলা টেলিভিশনের বেশ কিছু দুঁদে অভিনেত্রী যেমন মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়। এছাড়াও নতুন মুখ হিসেবে দেখা গেছে অভিনেত্রী সৃজনী মিত্র ও কুয়াশা বিশ্বাসকে। প্রোমো থেকে শুরু করে এপিসোড শুরু থেকেই বাঙালি দর্শকদের জনপ্রিয়তা পেয়েছে।
এই ধারাবাহিকে দেখানো হচ্ছে পাঁচ বন্ধুর গল্প কথা। আর এই পাঁচজন বন্ধু একে অপরের প্রতিবেশী। এই ধারাবাহিকের মূল নায়িকা চরিত্রে রয়েছেন অভিনেত্রী মানালি দে। ভীষণ রকমের সহজ, সরল, সাধাসিধে, শান্তশিষ্ট একটি মেয়ে। আর তার কপালেই জুটেছে একটা দজ্জাল শাশুড়ি। আর সেই সঙ্গে শিমুলের কপালে জুটেছে একটি মা নেওটা ছেলে। মায়ের কথার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা তার একেবারেই নেই।
আর শিমুলের বরের চরিত্রের নাম পরাগ। মারাত্মক রকমের কৃপণ সে। বলা যায় কৃপণতায় সে নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজনকেও হার মানিয়ে দিচ্ছে। পয়সা খরচ করতে গায়ে অ্যালার্জি বের হয় তার। বিয়ের পর সমস্ত শালীদের উদ্দেশ্যে সে ১০০০ টাকা ঠেকিয়েছে। যদিও তার মনের ইচ্ছা ছিল ৫০০ টাকা দেওয়ার।
উল্লেখ্য, জি বাংলার পর্দাতে কিছুদিন আগেই আরও এক মা নেওটা নায়কের দেখা মিলেছে। কিপ্টেমিতে সেও একেবারে পিএইচডি করাই ছিল। টাকা খরচের নামেই গায়ে কাঁপুনি দিয়ে জ্বর চলে আসত তার। ঠিকই বুঝেছেন কথা বলছি নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন অর্থাৎ কৃষ্ণার বাবুউউউউউউর কথা। যদিও পর্ণার ধমক আর শাসনে কিছুটা পদস্থ হয়েছে সে। কিন্তু দর্শকরা বলছেন শিমুলের কিপ্টে বর পরাগ তাকেও হার মানিয়ে দিচ্ছে।
আর পরাগের মতো পরাগের মাও অত্যন্ত কঠিন চরিত্রের ভীষণ কৃপণ একটি মানুষ। বড় বউকে হার দেওয়ার পরিবর্তে তিনি টার্সেলে একটা লকেট দিয়ে আশীর্বাদ করেন। এমনকী বিয়ের তত্ত্বতে নিজের পরা পুরোনো শাড়ি পাঠিয়ে দেন, যে পুরোনো শাড়িটা দুই বছর আগে সেলের মার্কেটে কিনেছিলো এবং একটি অনুষ্ঠান বাড়িতে পরেও গিয়েছিল। আর এইসব কিপ্টেমি দেখে ফুঁসে উঠেছেন দর্শকরা। তাদের সপাট কথা যখন পয়সা নেই তখন বিয়ে করার এত শখ কিসের ছিল? অসহ্য কর চরিত্র শিমুলের বর আর ওর শাশুড়ি।