জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রচনার চোখে আরাত্রিকা নতুন মহানায়িকা! ‘দিদি নাম্বার ওয়ান’–এর মঞ্চে টেলি অভিনেত্রীকে সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করেই নেটদুনিয়ার রোষের মুখে প্রিয় ‘দিদি’! ‘এই অল্প মিলেই যদি মহানায়িকা হয়, তাহলে বাঙালি বাড়িতে আরও দশটা আছে!’ ‘এই তুলনা পাপের সমান!’— কটাক্ষ দর্শকের!

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আসছে ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No.1) স্পেশাল সানডে ধামাকা। তবে এবারের পর্বে রয়েছে এক বিশাল চমক। অনুষ্ঠানের মঞ্চে হাজির এক প্রতিযোগীর ছবি দেখে ‘রচনা বন্দ্যোপাধ্যায়’ (Rachana Banerjee) এতটাই অবাক হয়ে গেলেন যে চোখ কচলাতে বাধ্য হলেন। কারণ তাঁর সামনের স্ক্রিনে পাশাপাশি রাখা ছিল দু’টি ছবি—একদিকে মহানায়িকা ‘সুচিত্রা সেন’ (Suchitra Sen) , আর অন্যদিকে প্রতিযোগী ‘আরাত্রিকা মাইতি’র (Aratrika Maity) একটি পুরনো সাদাকালো রেট্রো ফটোশুট।

এই দুই ছবি দেখে কার্যত হতবাক রচনা বললেন, “দুটো ছবি যেন এক মানুষরই, সেম টু সেম তো!” আর এতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এই একটা ছবির মিল দেখেই অনেকে এখন আরাত্রিকাকে ‘মহানায়িকা ২.০’ বানিয়ে দিচ্ছেন। আর এই তুলনাতেই নেটিজেনদের বিরাট অংশের ক্ষুব্ধ। সবাই বলছেন, “এই অল্প মিলেই যদি মহানায়িকার কপি তৈরি হয়, তাহলে তো আমাদের বাঙালি বাড়িতেই আরও দশটা সুচিত্রা লুকিয়ে আছে!” কেউ কেউ বলছেন, “লোকে এখন কেবল ফিল্টার আর রেট্রো টাচ দিয়ে যা খুশি করছে।

বাস্তবে দেখলে বলবেন, মিল কই? রেট্রো ফিল্টারেই চোখে পড়ছে মহানায়িকা, ওটা সরিয়ে দেখেছেন কি?” কিন্তু এতেও বিতর্ক এখানেই থেমে নেই। কেউ আবার রচনার চোখ নিয়েই কটাক্ষ করলেন, “রচনার চোখের ছানিটা কাটানো খুব তাড়াতাড়ি দরকার, নয়তো রানীর সাথে চাকরানি তুলনা করে ফেলছে!” আরেকজন সরাসরি খোঁচা দিয়ে বললেন, “বেশি বাড়াবাড়ি! ওই মেয়েটি নিজেকেও মহানায়িকা ভাবতে শুরু করেছে।” এমনকি কেউ কেউ বলছেন, “দয়া করে তুলনা করে মেয়েটিকে লজ্জায় ফেলবেন না আর।

ও হয়ত নিজেও এইরকম ভাবেনি, আপনারা জোর করে ভাবছেন, সবাই তার নিজের মত করে সুন্দর, কেন বলপূর্বক তুলনা করে ছোট করেন?” অনেকের মতে, “মানছি অল্প মিল আছে। মহানায়িকার মতো সেজে এমন সাদা কালো ছবি তুলেছে বলে অনেকটা সুচিত্রা সেনের মতো লাগছে। তাই বলে সেম টু সেম কোন দিক থেকে ভাই!” সমাজ মাধ্যমের বিভিন্ন প্রতিক্রিয়া দেখে বোঝাই যাচ্ছে, মিল থাকলেও সুচিত্রা সেনের নাম নেওয়াটাই অনেকের কাছে প্রায় পাপের সমান!

দর্শকের একাংশ এই মিলকে সম্মান জানাতে চাইলেও, অন্য অংশ সোজা-সাপ্টা ঠাট্টা আর কটাক্ষ করছেন। সব মিলিয়ে এবার দিদি নাম্বার ওয়ানের স্টেজে আরাত্রিকার আগমন যেন এক অ্যালবামের পাতা খুলতেই বিতর্ক শুরুর মতো। কিন্তু নস্টালজিয়ার ফাঁদে পড়ে যাঁরা মহানায়িকাকে ফিরিয়ে আনতে চাইছেন, তাঁদের মনে করিয়ে দেওয়া ভাল—সুচিত্রা সেন একজনই ছিলেন, আছেন, থাকবেন। বাকি সব মিল খোঁজার চেষ্টাটাও যেন ক্যামেরার লেন্সেই সীমাবদ্ধ থাকে!

https://fb.watch/Bj0RGvXmhS/
Piya Chanda

                 

You cannot copy content of this page