জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটপর্দায় আসছে আবার দুই বোনের গল্প! মুখ্য চরিত্রে থাকছেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়! বিপরীতে নায়ক কারা? কোন চ্যানেলে আসছে এই ধারাবাহিক?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা প্রমাণ করেছে যে প্রেমের কোনও বয়স হয় না। মধ্যবয়সের মানুষের আবেগ, ভালবাসা আর না বলা অনুভূতির গল্প যে দর্শকের মন ছুঁতে পারে, তা নতুন করে দেখিয়েছে সেই মেগা। এবার ঠিক সেই পথেই হাঁটতে চলেছে জি বাংলা। মধ্যবয়সের এক দম্পতির বাস্তব জীবনের টানাপোড়েন, স্বপ্ন আর নিঃশব্দ ভালবাসার গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক কমলা নিবাস। আগেই আজকাল ডট ইন সূত্রে জানা গিয়েছিল দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তকে নিয়ে নতুন প্রজেক্টের কথা, এবার প্রকাশ্যে এল তার নাম ও গল্পের ঝলক।

নতুন ধারাবাহিক কমলা নিবাসে মুখ্য দম্পতির ভূমিকায় দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তকে। তাঁদের দুই মেয়ের চরিত্রে অভিনয় করবেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়। দেবাদৃতাকে দেখা যাবে বড় মেয়ের চরিত্রে, যিনি ইতিমধ্যেই বিভিন্ন ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন। অন্যদিকে ছোট মেয়ের ভূমিকায় থাকবেন সংহতি, যাঁকে দর্শক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রূপা চরিত্রে মনে রেখেছেন। ইতিমধ্যেই দুই অভিনেত্রীর লুক সেট হয়ে গিয়েছে এবং খুব শিগগিরই প্রোমো শুটিং শুরু হওয়ার কথা।

গল্পের কেন্দ্রে রয়েছেন শ্রীনিবাস গুহ ও তাঁর স্ত্রী কমলা। শ্রীনিবাস একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, যিনি সংসারের দায়িত্ব পালন করতে করতে বুঝতেই পারেননি কখন বয়স বেড়ে গিয়েছে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও তাঁর একমাত্র স্বপ্ন, নিজের স্ত্রীর জন্য একটি বাড়ি বানানো। দেবশঙ্কর হালদার এই চরিত্রে একেবারে আটপৌরে মধ্যবিত্ত পুরুষের রূপে ধরা দেবেন। অন্যদিকে কমলা একজন সাধারণ গৃহবধূ, যাঁর সারাজীবনের লড়াই সংসার আর সন্তানদের ভবিষ্যৎ ঘিরে।

কমলার স্বপ্ন একটু আলাদা। তাঁর একমাত্র চাওয়া, মেয়েরা যেন ভাল ঘর ও ভাল বর পায়, সুখে সংসার করে। তাই মন্দিরে গিয়ে মেয়েদের কুষ্ঠী দিয়ে পুরোহিতের কাছে প্রার্থনা করেন তিনি। সংসারের ছোট ছোট চাওয়া পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে তাঁর পৃথিবী। এই চরিত্রে সোহিনী সেনগুপ্ত এক সংবেদনশীল, বাস্তবধর্মী নারীর রূপে দর্শকের সামনে আসবেন। স্বামী স্ত্রীর স্বপ্ন আলাদা হলেও তাঁদের ভালবাসা, বোঝাপড়া আর টান অটুট থাকে।

এই ধারাবাহিকের মূল আকর্ষণ এখানেই। দুজন মানুষের দুই রকম স্বপ্নের লড়াইয়ের মাঝেও কীভাবে ভালবাসা টিকে থাকে, সেটাই দেখাবে কমলা নিবাস। কার স্বপ্ন আগে পূরণ হবে, নাকি দুজনের স্বপ্নই একসঙ্গে বাস্তব রূপ পাবে, সেই প্রশ্নের উত্তর দেবে গল্প। যদিও এখনও পর্যন্ত জি বাংলার তরফে সম্প্রচারের দিন ঘোষণা করা হয়নি। ফলে কোন ধারাবাহিকের জায়গায় আসছে এই নতুন মেগা, তা নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে।

Piya Chanda

                 

You cannot copy content of this page