ছোটপর্দার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ মানালি মনীষা দে। একাধিক ধারাবাহিক, সিনেমা ও ওয়েব প্রোজেক্টে কাজ করে দর্শকের মনে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। কিন্তু এদিন সব আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল তাঁর অভিনয় নয়, বরং একান্ত ব্যক্তিগত যন্ত্রণা। মায়ের দশম মৃত্যুবার্ষিকীতে সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট ভাগ করে নিলেন অভিনেত্রী। সেই পোস্টে তিনি অকপটে স্বীকার করলেন, সময় যত এগোচ্ছে, মাকে হারানোর শূন্যতা ততই গভীর হচ্ছে তাঁর জীবনে।
ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে কাটানো কিছু অমূল্য মুহূর্তের ছবি ভাগ করেন মানালি। প্রথম ছবিতে দেখা যায়, চুড়িদার পরা মানালি তাঁর মায়ের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। দ্বিতীয় ছবিটি দুর্গাপুজোর সময়ের, সিঁদুরখেলার পর তোলা একান্ত পারিবারিক মুহূর্ত। আরেকটি ছবিতে উঠে এসেছে অভিনেত্রীর কিশোরীবেলার স্মৃতি, যেখানে মা বাবার সঙ্গে ছোট্ট মানালিকে দেখা যাচ্ছে। প্রতিটি ছবিই যেন এক একটি স্মৃতির দরজা খুলে দিয়েছে।
এই ছবিগুলোর সঙ্গে মানালি লেখেন, দেখতে দেখতে মাকে ছাড়া দশটা বছর কেটে গিয়েছে। এমন কোনও দিন নেই যেদিন তাঁর মায়ের কথা মনে পড়ে না। এখন আর কেউ তাঁকে বাবুন বলে ডাকে না, এই কথাটুকুতেই যেন লুকিয়ে রয়েছে অগভীর কষ্ট। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাকে মিস করার তীব্রতাও বেড়ে চলেছে বলে জানান অভিনেত্রী। মায়ের হাতের রান্না, ছোট ছোট ঝগড়া, একসঙ্গে কাটানো মুহূর্ত সবকিছুর কথাই উঠে এসেছে তাঁর লেখায়।
পোস্টের শেষ ভাগে আরও আবেগপ্রবণ হয়ে ওঠেন মানালি মনীষা দে। তিনি লেখেন, মায়ের সঙ্গে খুব কম সময় কাটানোর সুযোগ পেয়েছেন, সেই আফসোস আজও তাঁকে তাড়া করে ফেরে। তবুও বাস্তবকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। মাকে আশ্বস্ত করে লেখেন, তিনি বাবাকে আগলে রাখবেন এবং আশা করেন মা তাঁর দাদু দিদার সঙ্গে ভাল আছেন। জীবনের কোনও কথা বাকি থাকলে স্বপ্নে এসে বলার অনুরোধও জানান অভিনেত্রী।
আরও পড়ুনঃ ছোটপর্দায় আসছে আবার দুই বোনের গল্প! মুখ্য চরিত্রে থাকছেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়! বিপরীতে নায়ক কারা? কোন চ্যানেলে আসছে এই ধারাবাহিক?
কাজের দিক থেকে বলতে গেলে, দর্শক শেষবার মানালিকে দেখেছেন জি বাংলার ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামাতে। যদিও ধারাবাহিকটি খুব বেশি দিন চলেনি, তবুও তাঁর অভিনয় নজর কেড়েছিল। এর আগে বউ কথা কও, কার কাছে কই মনের কথার মতো জনপ্রিয় মেগায় অভিনয় করে বিপুল পরিচিতি পেয়েছেন তিনি। বড়পর্দাতেও গোত্র, প্রাক্তনের মতো ছবিতে কাজ করেছেন মানালি। অভিনয়ের বাইরে এদিন এক মেয়ের হৃদয়ের না বলা কষ্টই যেন ছুঁয়ে গেল অনুরাগীদের।
