Connect with us

Bangla Serial

TRP: কালকের আগেই ফাঁস টিআরপি! ইচ্ছে পুতুল স্লট লিডার, দীপা, জগদ্ধাত্রীরা গেল কোথায়?

Published

on

trp 1

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দর্শকদের সামনে আসে টিআরপির তালিকা। দর্শকরা জানতে পারেন, তাদের প্রিয় সিরিয়ালের টিআরপি (TRP) স্কোর ঠিক কত! টিআরপিতে কোন সিরিয়াল কোন স্থানে রয়েছে, তা চ্যানেলের কাছেও খুব গুরুত্বপূর্ণ। কারণ এই টিআরপির উপরই নির্ভর করে ধারাবাহিকগুলোর স্থায়িত্ব পাশাপাশি চ্যানেলের টিআরপি।

টিআরপি তালিকায় প্রথম থেকেই টপে জায়গা করে আসছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। কিন্তু কিছু সপ্তাহ ধরে দেখা যায়, টিআরপি স্টার জলসার সিরিয়ালগুলোর সংখ্যা খুবই কম। বেশিরভাগ জি বাংলার (Zee bangla) সিরিয়াল জায়গা করে নিচ্ছে টিআরপির লিস্টে।

তবে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এর ব্যতিক্রম। এই ধারাবাহিককে এখনও পর্যন্ত কারোর টপকানোর ক্ষমতা আসেনি। মাঝে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) সেই সাহস দেখালেও ফের গত সপ্তাহের টিআরপিতে ‘অনুরাগের ছোঁয়া’ ৮.৫ স্কোর করে টপে জায়গা করে নিয়েছে। এবার সামনে এল আসছে সপ্তাহের টিআরপির তালিকা।

টিআরপি তালিকায় স্লট লিড করবে দিদি নম্বর ওয়ান, ইচ্ছে পুতুল, কার কাছে কই মনের কথা, জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু, অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল, মন দিতে চাই। এ সকল সিরিয়াল টিআরপিতে আসছে সপ্তাহে ভালো ফল করবে। তবে এর প্রতিপক্ষের সিরিয়ালগুলো হবে স্লট হারা।

স্লট হারা সিরিয়ালগুলোর মধ্যে রয়েছে রামপ্রসাদ, তোমাদের রানী, কমলা ও শ্রীমান, তুঁতে, সন্ধ্যাতারা, বাংলা মিডিয়াম, খেলনা বাড়ি, গৌরী এলো। গত সপ্তাহে স্টার জলসাকে ‘তোমাদের রানী’ ভালো টিআরপি দিলেও এ সপ্তাহে স্লট হারা হবে এই মেগা। যদিও এই টিআরপির লিস্ট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি। এসবই দর্শকদের অনুমান মাত্র।