জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

খলনায়ক থেকে পার্শ্ব চরিত্র অনেক হল, এবার মুখ্য চরিত্রে ফিরছেন অভিনেতা ফাহিম মির্জা! কোন ধারাবাহিকে নায়ক হয়ে ফিরছেন তিনি?

জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জা (Fahim Mirja) বর্তমানে জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে অংশুমান সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন। তবে এবার তিনি ফিরছেন নতুন ধারাবাহিকে প্রধান চরিত্র হয়ে। জানা গেছে অভিনয়ের জন্য তাঁকে ‘ফুলকি’ সহ অন্যান্য কিছু ধারাবাহিক ছাড়তে হয়েছে। নতুন চরিত্র সম্পর্কে ফাহিম জানান, অরুণ চ্যাটার্জি একজন সুপারস্টার, যার ব্যক্তিগত জীবন সুখের নয়। তিতিরের আগমনে তাঁর জীবনে নতুন পরিবর্তন আসে। ফাহিমের মতে, এই চরিত্রটি গ্ল্যামার ও চাপা দুঃখের মিশ্রণ, যা তিনি আগে কখনও করেননি। কোথায় দেখা যাবে তাঁকে প্রধান চরিত্রে?

জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জা তাঁর অভিনয় দক্ষতার জন্য দর্শকদের মন জয় করেছেন। এবার তিনি আকাশ আট চ্যানেলের প্রধান চরিত্রে ফিরে আসছেন ‘চ্যাটার্জী বাড়ির মেয়েরা’ ধারাবাহিকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন স্নেহা দেব। ধারাবাহিকের গল্পে ফাহিম অভিনয় করছেন অরুণ চ্যাটার্জির ভূমিকায়, যিনি একজন জনপ্রিয় সুপারস্টার। তবে তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা সুখকর নয়। গল্পে দেখা যাবে, অরুণ চ্যাটার্জির জীবনে আসে তিতির, যিনি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেন।

নতুন ধারাবাহিকেও এক ইতিবাচক চরিত্রে অভিনয় করবেন ফাহিম। ফাহিমের কথায়, “অরুণ চ্যাটার্জি একজন সুপারস্টার, যদিও তার স্ত্রী আছে কিন্তু স্ত্রী অত্যন্ত সন্দেহবাতিক হওয়ায় ব্যক্তিগত জীবনে একেবারেই সুখী নন। এই জীবনে তিতির যেন খানিকটা খোলা হাওয়ার মতো হয়ে আসে তাঁর কাছে। এরপর গল্প কোন দিকে মোড় নেয়, তার জন্য ধারাবাহিকটি দেখতে হবে সকলকে। তবে এটুকু বলতে পারি, এরকম চরিত্র আমি আগে করিনি। চরিত্রটা দারুণ। গ্ল্যামার যেমন রয়েছে আবার তেমন চাপা দুঃখ-ও আছে। আশা করি, দর্শকের ভাল লাগবে।”

ফাহিম মির্জা এর আগে ‘মিঠাই’, ‘ফুলকি’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন এবং দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছেন। তবে এই নতুন চরিত্রটি তাঁর জন্য বিশেষ চ্যালেঞ্জ। তিনি বলেন, “অরুণের চরিত্রটি একদমই ভিন্ন। এখানে গ্ল্যামারের পাশাপাশি একটা গভীর মানসিক দিক তুলে ধরার সুযোগ রয়েছে। চরিত্রটি খুব বাস্তবধর্মী, যা দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।”

স্নেহা দেবের সঙ্গে ফাহিমের এই নতুন জুটি দর্শকদের কতটা মন জয় করতে পারে, তা সময়ই বলবে। স্নেহা এর আগে কিছু ছোট চরিত্রে অভিনয় করলেও, এটি তাঁর প্রথম বড় প্রজেক্ট। তিতিরের চরিত্রটি একজন সাহসী, আত্মবিশ্বাসী এবং মিষ্টি মেয়ের, যিনি অরুণের জীবনকে নতুন দিশা দেখানোর চেষ্টা করেন। স্নেহার সঙ্গে তাঁর নতুন জুটি কেমন জমে ওঠে, তা দেখার জন্য দর্শকরা অপেক্ষায় রয়েছেন। ধারাবাহিকটি খুব শিগগিরই সম্প্রচারিত হবে, এবং এর প্রোমো ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

Mouli Ghosh

                 

You cannot copy content of this page