প্রেমের জন্য কোনও সময় হয় না। তবে, বছরজুড়ে সব ঋতুর মধ্যেই শীতকাল হল প্রেমিক-প্রেমিকাদের প্রেম করার জন্য আদর্শ সময়। এই সময় শহরের গলি থেকে রাজপথ সব জায়গাতেই চলে প্রেমের বিচরণ। এই সময় সেলিব্রিটি (Celebrity) থেকে শুরু করে সাধারণ মানুষেরা সকলেই প্রেমের জন্য উদযাপন করে থাকে ভ্যালেন্টাইন্স উইক। কিন্তু এই মুহূর্তে ফেব্রুয়ারি মাস পড়ার আগে তিলোত্তমার বুকে ঘুরে বেড়াচ্ছে এক তারকা জুটি।
রণজয়-শ্যামোপ্তি, বর্তমানে বাংলার বিনোদন জগতে অন্যতম চর্চিত জুটি। টলিউড জগতে কান পাতলেই শোনা যাচ্ছে, এই জুটি নাকি চুটিয়ে প্রেম করছে। বাংলার অভিনয় জগতের জনপ্রিয় এই দুই মুখকে প্রথম দেখা যায় স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকে।

অভিনেতাকে এর আগেও অন্যান্য আরও অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে থাকতে দেখা গেছিল। কিন্তু, সেইসব সমালোচনাকে পাত্তা না দিয়ে প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন অভিনেতা। ইদানিংকালে, এই তারকা জুটিকে দেখা যাচ্ছে রংমিলান্তি পোশাকও পরতে দেখা যাচ্ছে। গত ১৯ তারিখ হয়ে যাওয়া শ্বেতা-রুবেলের বিয়েতেও দেখা গেছিল এই জুটিকে।
আরও পড়ুনঃ বসন্ত উৎসব বন্ধ করে দিতে বাধ্য হলেন ইমন, কেন হঠাৎ ক্রুদ্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিলেন গায়িকা?
বর্তমানে এই জুটির এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট পাড়ায়। ভিডিও দেখে যেমন অনেক সমালোচকরাই সমালোচনা করেছেন, আবার অনেক অনুরাগীদের প্রশংসাও পেয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে দুজনেই কালো রংয়ের পোশাক পড়ে ঘুরে বেড়াচ্ছি প্রিন্সেপ ঘাট থেকে ভিক্টরিয়া। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে ‘একটা প্রেমের গান লিখেছি’ এই গানটি। ভিডিওর মাধ্যমে ধরা পড়ছে নিখাদ এক মিষ্টি প্রেমের গল্প। এই ভিডিও যেনো নেটিজেনদের মনের প্রশ্নকে আরেকটু উস্কে দিল, তাহলে কি সত্যিই প্রেম করছে রণজয়-শ্যামোপ্তি! তাহলে কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই তারকা জুটি?