জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিলায়েতের পর্দা ফাঁস! ধামাল পর্নার! এবার কোন ছদ্মবেশে দেখা যাবে তাকে? আগাম পর্ব ফাঁস

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) গল্পের শুরুতেই দেখা যায় জেঠু পর্নাকে বলে এবারে কি হবে পর্না? তখন পর্না বলে লোকাল জায়গাটা ঘুরে দেখতে হবে। কিডন্যাপারদের ব্যাপারে কোন খোঁজ পেলে সেটা জানাবে‌। এরপরই সবাই ভাগ ভাগ হয়ে বেরোবে বলে ঠিক করে।

এরপর পর্না বলে, সবাই সাবধানে যাবি কেউ যেন কিছু বুঝতে না পারে। ঘরে রয়েছে অমি বাবু ও জেঠু‌‌। অভি বাবু বলে একটু বিশ্রাম করার কথা কিন্তু জেঠু বলে এখন বিশ্রাম করার কোন টাইম নেই। অয়ন এবং বর্ষাকে উদ্ধার করতে হলে আমাদের এখনই মাঠে নেমে পড়তে হবে। পর্না কি ভাবছে যে আমরা কিছু করতে পারবো না।

তারা বলে যে আমরা কয়লা ব্যবসায়ী সাজবো এবং এলাকাটা ঘুরে দেখব। অভি বাবু বলে এটা ভালো রিক্স হয়ে যাচ্ছে। এতো রিক্স নেওয়া যাবে না। এমনি ছেলেমেয়েগুলো পাগলের মত বর্ষা এবং অয়নকে খুঁজছে। যদি আমাদের কোন এর মধ্যে বিপদ হয় তাহলে বিপদ আরো বাড়বে| কিন্তু জেঠু মানতে চায় না এবং তারা ছদ্মবেশ নিয়ে বেরিয়ে পড়ে|

এর মধ্যে পর্নারা সব দিকটা ঘুরে ঘুরে দেখে| তখনই দু চার জন মানুষ ফলো করছে পর্নাদের এবং পিকলুদের। পর্না সেটা বুঝতে পেরে বলে পেছনে কেউ তাকাবে না সবাই ন্যাচারাল থাকবে। এরই মধ্যে পর্নার মনে হয় যে বর্ষা ভিক্ষা করছে কিন্তু পুরোটাই এটা কল্পনা ছিল। তখন সৃজন বলে কোথায় বর্ষা তখন বর্ষা ভাবে এটা তার পুরোটাই কল্পনা।

এরপর সৃজন তাকে আশ্বাস দেয় যে সবাই মিলে বড় বৌদি ,বরদা আর বর্ষাকে খুঁজে বার করবে। অন্যদিকে জেঠু এবং অভি বাবু কয়লা ব্যবসায়ীদের সাথে কথা বলতে থাকে তখন জেঠু এমন কিছু বলে কয়লা ব্যবসায়ীরা রেগে যায়। অন্যদিকে জেঠুর গলার আওয়াজ শুনতে পেয়ে যায় পর্না| এরপর জেঠুদের দেখতে পেয়ে চমকে যায় অনেক জন আসছে জেঠুদের মারবে বলে লাঠি নিয়ে| সৃজন এবং চয়ন জেঠুদের কোলে করে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর গেস্ট হাউসে এসে পর্না বলে আপনারা কেন এরকম ছদ্মবেশ নিয়েছিলেন|

এমনিতেই বর্ষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর মধ্যে যদি আপনাদের কিছু হয়ে যেত কি হত বলে পর্না। অভিবাবু বলে আমি যেতে বারণ করেছিলাম। পর্না বলে আমার একটা বিষয় ভয় লাগছে যে ওরা গেস্ট হাউসে না চলে আসে তখনই অভি বাবু বলে দরজায় একটা আওয়াজ হলো না।‌ তখনই সবাই ভয় পেয়ে যায়।

অন্যদিকে ওস্তাদজি চলে এসেছে ভিখারিদের কাছে সবাই পা ধরেছে। কিন্তু বর্ষা পা ধরে না| এর মধ্যে বিনায়ক সিং ঢুকেছে এর মধ্যে বর্ষাকেই আগে টার্গেট করেছে বিনায়ক সিং| এর মধ্যে অয়ন বলে সব হয়েছে পর্নার জন্য। তখন বর্ষা বলে, তোদের জন্য বৌদি ভাই লড়াই করছে তারপর তুই এ কথাগুলো বলবি৷ এরই মধ্যে বাগচি স্যার চলে এসেছে দুজন ইনভেস্টিকার অফিসার কে নিয়ে| এবং তারা বলে পর্না কে সাহায্য করবে|

আরো পড়ুন: ছোট থেকে বড়! সৌমীতৃষার পর এবার বড় পর্দায় দিব্যজ্যোতি! রাজ চক্রবর্তীর হাত ধরে আসছেন সিনেমায়!

বাগচি স্যারের সাথে কথা বলে পর্না জোর পায়| অন্যদিকে বিলাত সিং নাচ গান করতে থাকে কারণ তার আজকে জন্মদিন এবং ফ্রাম হাউসে জন্মদিনে বড় পার্টি আছে আসলে এটি হল সেই গেস্ট হাউস যেখানে পর্নারা রয়েছে৷ পর্নারা বেরিয়ে দেখে অনেক খাবার প্যাকেট করা হচ্ছে।চয়ন খাবারগুলি চাইলে তারা বলে এ খাবারগুলি স্পেশাল গেস্টদের জন্য৷ এবার লোকগুলি বলে এগুলিও ওস্তাজদির জন্মদিনের খাবার। পাশ থেকে দুজন বলে ওস্তাজদির নাম কেন করছিস এরপরেই পর্না রা বুঝে যাই যে যার খোঁজ আজকে তারা মুলুক গড়ে এসেছে৷ পর্না বলে এদের ফলো করে বিলায়েত সিং পর্দা ফাঁস করতে হবে৷

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page