খুশির হাঁড়ি ফিরি করে যায়, কে সেটা আর বলতে হবে না আশা করি। মিঠাই মানেই খুশি আনন্দ। দুঃখের সময় থাকলেও মিঠাই ঠিক মাত করে রাখে। সে হার কিছুতেই মানে না।
এখন যেমন মনোহরা ছাড়া মোদক পরিবার, তাও মিঠাইয়ের হাসি অমলিন। সে খুবই পজিটিভ মানুষ, বাড়ির সকলকে মাতিয়ে রাখে। এই ভাড়া বাড়িতে সকলের মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে কিন্তু মিঠাই একদম মানিয়ে নিয়েছে, আর মিঠাইকে দেখেই সকলে মানিয়ে নিতে শিখছে আস্তে আস্তে।
তবে আজ মিঠাই একটা জিনিস দেখানো হলো যেটা আগে কোনোদিন কোনো সিরিয়ালে দেখানো হয়নি।মিঠাইতে শুরু হয়েছে অনলাইন বিজনেস। মিঠাই ভাড়া বাড়ির সামনে অল্প মিষ্টি বানিয়ে বিক্রি করবে বসেছিল। প্রমীলা লাহা এসে সেই দোকান ভেঙে দিয়েছে বেআইনি নির্মাণ বলে।
এবার তাই সিড বুদ্ধি বার করেছে। সে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় মিষ্টি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। একদম প্রথমেই ১৫টা পান্তুয়া আর ১০টা মনোহরার অর্ডারও এসেছে। এবার মিঠাই সেগুলো বানিয়ে হয় নিজে দিয়ে আসবে নয়তো সিড দিয়ে আসবে।