জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“গল্পে কোনও দ্বন্দ্ব নেই, সম্পর্কগুলো খুব স্বচ্ছ…ঈশ্বরের একটা মহিমা আছে আর শুরুতেই আছে বড় টুইস্ট!” পল্লবী-বিশ্বরূপের নতুন জুটিতে ফিরছে ভক্তি ও প্রেমের আভাস, জি বাংলায় আসছে ‘তারে ধরি ধরি মনে করি’! শুরুর আগেই গল্প নিয়ে কি বললেন দু’জন?

জি বাংলার পর্দায় নতুন জুটি আসতে চলেছে পল্লবী শর্মা (Pallavi Sharma) এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Bishwarup Bandyopadhyay)। ‘নিম ফুলের মধু’-র পর দীর্ঘ বিরতি নিয়ে ছোট পর্দায় ফিরছেন পল্লবী আর ‘গৌরী এল’র প্রায় দুই বছর পর আবার পর্দায় ফিরছেন বিশ্বরূপ। তাই নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori) ঘিরে দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকেই। সম্প্রতি প্রমো প্রকাশ পাওয়ার পর থেকেই দুই তারকার অনুরাগীদের মধ্যে কৌতূহল আরও তুঙ্গে!

এই নতুন জুটির গল্প ঠিক কতটা জমবে সেটাই এখন দেখার বিষয়। প্রসঙ্গত, ধারাবাহিকটি প্রেম আর ভক্তির মিশেলে তৈরি হলেও মূল গল্পটি একেবারেই আলাদা বলেই জানাচ্ছেন দুই প্রধান শিল্পী। বর্তমানে যেখানে একের পর এক ধারাবাহিক হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে নতুন এই গল্প কতটা দাগ কাটবে, তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও পল্লবী নিজে বেশ আশাবাদী। তিনি বলেছেন, “আমাদের গল্পে কোনও ভিলেন নেই। সাধারণত যেমন ধারাবাহিকের গল্পে দেখা যায়, নায়িকা যোগ্য বউ হয়ে ওঠার চেষ্টা করে।

আর পরিবারের নানান সদস্যদের কাছে কূটনীতির শিকার হয়। এখানে সেটার বিপরীতে, আমি এই পরিবারের বউ আগে থেকেই। কোনও দ্বন্দ্ব নেই কারোর সঙ্গে, স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো, শ্বাশুড়িও চোখে হারায়। তবে, শুরুর তিন চারটে পর্বের পর একটা বড় টুইস্ট আছে। সেটা এখনই বলা যাবে না।” বিশ্বরূপের চরিত্র ‘গোরা’ এবার দর্শককে কতটা আকৃষ্ট করবে, তা নিয়েও কৌতূহল প্রবল। আধ্যাত্মিক চরিত্রে অভিনয় করা সহজ নয়, সে কথাই অকপটে জানিয়েছেন অভিনেতা।

তাঁর ভাষায়, “একটা আধ্যাত্বিক ধারাবাহিক আর তেমন চরিত্রে অভিনয়ের তো একটা চাপ থাকবেই। আর যত অভিনয় করছি, বুঝতে পারছি যে ঈশ্বরের একটা মহিমা আছে। কিছু বিজ্ঞান বোঝাতে পারে না, কিছুটা নিজেকেও বুঝে নিতে হয়। আর আমার মতে এই ধারাবাহিকের পল্লবী আছে, হিট না হয়ে যাবে কোথায়!” তাঁর এই আত্মবিশ্বাস থেকেই স্পষ্ট যে, নতুন জুটিকে নিয়ে তিনি নিজেও বেশ ইতিবাচক। পল্লবীর ক্ষেত্রেও নতুন ধারাবাহিক মানেই নতুন রূপ। ‘পর্ণা’ থেকে এবার ‘রূপমঞ্জরি’ চরিত্রের বদল যেমন স্পষ্ট, তেমনই পাল্টেছে তার উপস্থাপনা।

অভিনেত্রী নিজেও জানিয়েছেন, নিজের এই নতুন রূপ দর্শকদের সামনে তুলে ধরতে তিনি মুখিয়ে আছেন। অনেকেই তাঁকে পর্দায় আবার দেখার অপেক্ষায় ছিলেন, তাই তাঁর বার্তা প্রকাশের পর থেকেই অভিনয়প্রেমীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন সমাজ মাধ্যমে। সব মিলিয়ে, আগামী ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ টা থেকে শুরু হচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’। শ্রীচৈতন্য এবং বিষ্ণুপ্রিয়া প্রেমকাহিনীর অনুপ্রেরণায় তৈরি এই গল্প ইতিমধ্যেই আলোচনায়। এখন অপেক্ষা শুধু, পল্লবী ও বিশ্বরূপের এই জুটি কি দর্শকের মনে জায়গা করতে পারে? সেটাই দেখার, যদিও সময়ই দেবে তার উত্তর।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।