বিনোদন জগতে গ্ল্যামার দেখে সাধারণ মানুষ প্রায়ই শুধুই বড় তারকা বা হিট অভিনেতা-অভিনেত্রীদের জীবনের দিকে নজর দেন। কিন্তু যে পার্শ্ব চরিত্রের অভিনেতা-অভিনেত্রীরা প্রতিদিন স্ট্রাগলের সঙ্গে লড়াই করে, তাদের সংগ্রামের গল্প অনেক সময় চোখের আড়ালেই থাকে। তাদের জীবনের প্রতিটি ছোট সুযোগ, প্রতিটি চরিত্রের জন্য যে ধৈর্য এবং পরিশ্রম লাগে, তা প্রায়শই বোঝা যায় না। এই নিয়ে সম্প্রতি নিজের জীবনের স্ট্রাগল নিয়ে মুখ খুলেছেন অভিনেতা তন্ময় মজুমদার (Tanmay Majumdar), যিনি বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার (Chirodini Tumi Je Amar)’ ধারাবাহিকের সন্তু চরিত্রে অভিনয় করছেন।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক সবসময়ই চর্চার কেন্দ্রে থাকে। সম্প্রতি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-এর সঙ্গে বিভিন্ন পরিস্থিতি কাটিয়ে ধারাবাহিকটিতে নতুন চমক এসেছে। এখন ধারাবাহিকের গল্প এগোচ্ছে নতুন মুখ শিরিন পাল-কে কেন্দ্র করে, এবং দর্শকদের আগ্রহ ধরে রাখার ক্ষেত্রে এই নতুন সংযোজন কার্যকর হচ্ছে। কিন্তু ধারাবাহিকের দর্শকরা এবার চোখ রেখেছেন পার্শ্ব চরিত্রের সন্তু, অর্থাৎ তন্ময় মজুমদার-এর অভিনয় ও তার পেছনের সংগ্রামের দিকে।
তন্ময় জানিয়েছেন, ১৩ বছরের দীর্ঘ অভিনয় জীবনে তিনি প্রচুর স্ট্রাগল করেছেন। এক সময় এমনও হয়েছে যখন তার কাছে একটিও কাজ ছিল না, আর ফিন্যান্সিয়ালি তিনি ভেঙে পড়েছিলেন। এক রাতে তার মা ফোনে কেঁদে বলেছিলেন, “তুই একটা কিছু কর।” সেই মুহূর্তে মনে হয়েছিল, হয়তো তাকে কলকাতা ছেড়ে অন্য কোথাও যেতে হবে। তন্ময় এরআগেও একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে বলা হয়েছিল অভিনয়ের সুযোগ দেওয়া হবে। কিন্তু বাস্তবে তাকে চা বানানো, অভিনেতাদের খাবার আনা ইত্যাদির মতো কাজ করতে হতো। তিনি জানিয়েছেন, এই কাজ করতে আপত্তি নেই, কিন্তু যদি ধরে নেওয়া হয় শুধুই সেই কাজের জন্যই আছি, তা হলে অসুবিধা হয়।
তন্ময় বলেছেন, সেই প্রযোজনা সংস্থা দীর্ঘদিন আগে বন্ধ হয়ে গেছে, এবং যে ছবির কথা ছিল, সেটিও তৈরি হয়নি। কিন্তু বর্তমানে ‘সন্তু’ চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। যদিও সুযোগ এসেছে, তারপরে অনেক সময় আবারও কাজ হারিয়েছেন। এই দীর্ঘ স্ট্রাগলের মধ্যে অনেকবার তন্ময় কাছে কাজের সুযোগ এসেছে, কিন্তু সবকিছু ঠিক থাকলেও কখনো কখনো সেই সুযোগ হাতছাড়া হয়েছে।
আরও পড়ুনঃ পরিবারের আপত্তি উড়িয়ে মন্দিরে গিয়ে গোপনে বিয়ে সারলেন জনপ্রিয় টেলি দম্পতি! হইচই টলিপাড়ায়
এখন তন্ময় অনেকটাই স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের এই সুযোগ তার জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। ভবিষ্যতে আরও বড় সুযোগ আসবে বলে তিনি আশা রাখছেন। ‘চিরদিনই তুমি যে আমার’-এর দর্শকরা এখন শুধু সন্তুর চরিত্রের অভিনয় নয়, তার পেছনের সংগ্রামের গল্পকেও কতোটা সহানুভূতিশীলভাবে দেখছেন, সেটাই তন্ময়ের জন্য বিশেষ প্রেরণা।
