জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পরিবারের আপত্তি উড়িয়ে মন্দিরে গিয়ে গোপনে বিয়ে সারলেন জনপ্রিয় টেলি দম্পতি! হ‌ইচ‌ই টলিপাড়ায়

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ও মোর দরদিয়া শুরু থেকেই দর্শকদের মন দখল করে রেখেছে। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণিতা দাস ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা গেলেও শুরু থেকেই তাঁদের রসায়ন দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। বাণী ও অনিরুদ্ধর চরিত্রে জুটির পর্দা উপস্থিতি ধারাবাহিকটিকে দ্রুত রেটিং তালিকায় উপরে তুলে এনেছে। গল্পের আবেগঘন পরিস্থিতি এবং চরিত্রগুলির জটিলতা দর্শকদের আরও আগ্রহী করে তুলছে।

গল্পে দেখা যায় বাণীর জীবনে আসে কঠিন সময়। সন্তান জন্মের আগেই তাকে ছেড়ে চলে যায় তার স্বামী। অসহায় অবস্থায় তাকে হাসপাতালে পৌঁছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অনিরুদ্ধ। সেই থেকেই বাণীর জীবনে একমাত্র ভরসার মানুষ হয়ে ওঠে সে। বহু বছর কেটে গেলেও বাণী মনে মনে অনিরুদ্ধকে দূরে রাখতেই চায়। কিন্তু অনিরুদ্ধের মনে বাণী এবং তার মেয়েকে নিয়ে জন্ম নেয় বিশেষ টান। অজান্তেই বাণী অনিরুদ্ধর বাড়িতে রান্নার কাজ নেয়, আর তখন থেকেই তার জীবনে নেমে আসে নতুন সব সমস্যার ছায়া।

এই চক্রান্তের ভিড়ে সবচেয়ে বড় ধাক্কা আসে যখন হঠাৎই হারিয়ে যায় বাণীর মেয়ে তানি। রাস্তায় চোখের জল ফেলতে ফেলতে বাচ্চাটিকে খুঁজতে থাকে বাণী। ক্লান্ত হয়ে যখন একটি মন্দিরের সামনে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে, তখনই অন্যদিকে পথ হারিয়ে তানি এসে পড়ে অনিরুদ্ধর গাড়ির সামনে। অনিরুদ্ধ তাকে দেখে দ্রুত নেমে আসে এবং তার ভয়ের মুহূর্তে তাকে জড়িয়ে ধরে। ছোট্ট তানি নরম গলায় জানতে চায় অনিরুদ্ধ কি তার বাবা হতে পারে।

তানির নিষ্পাপ কথায় অনিরুদ্ধর মন ভেঙে যায়। সে তানিকে নিয়ে মন্দিরে এসে দাঁড়ায় বাণীর সামনে। মেয়েকে ফিরে পেয়ে স্বস্তি পেলেও বাণী হতবাক হয়ে যায় যখন তানি অনিরুদ্ধকে তার বাবা হবার অনুরোধ জানায়। রাগতে থাকা বাণীর সামনে হঠাৎই অনিরুদ্ধ মন্দিরের সিঁদুর বরণ করে বাণীর সিঁথিতে পরিয়ে দেয়। জানায় আজ থেকে সে বাণীর রক্ষাকর্তা আর তানির বাবা। এই অপ্রত্যাশিত দৃশ্যে বাকরুদ্ধ হয়ে যায় বাণী।

প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। অনেকে চান বাণী এবং অনিরুদ্ধর এই নতুন সম্পর্ক স্থায়ী হোক। তবে প্রশ্ন উঠছে এখন গল্প কোন দিকে মোড় নেবে। অনিরুদ্ধর পরিবার কি বাণীকে মেনে নেবে। নাকি শুরু হবে নতুন সংকট। দর্শকদের কাছে এখন অপেক্ষার বিষয় এই নতুন জুটির জীবনে আসন্ন ঝড় কীভাবে আসে এবং তারা কীভাবে লড়ে উঠে দাঁড়ায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page