বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ‘পল্লবী শর্মা’কে (Pallavi Sharma) নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই চোখে পড়ার মতো। ‘কে আপন কে পর’-এ জবার চরিত্রের মাধ্যমে যে সাফল্যের শুরু, তা যেন ‘নিম ফুলের মধু’র পর্ণা চরিত্রে এসে যেন আরও বৃদ্ধি পায়। ‘পর্ণা’ ছিল শুধুই একটি চরিত্র নয়, বহু দর্শকের কাছে যেন বাস্তব জীবনেরও আপনজন। কিছুদিনের মধ্যেই নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ দিয়ে আবারও ছোটপর্দায় ফিরছেন পল্লবী। তবে এই নতুন পথচলার আগেই তিনি পড়েছেন এক অস্বস্তিকর পরিস্থিতিতে!
অনেক দিন ধরেই পল্লবী শর্মার নামে ভুয়া ফেসবুক আইডি আর পেজ তৈরি করে প্রতারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার নামে চালানো এইসব ভুয়া অ্যাকাউন্ট থেকে করা হচ্ছে অশালীন বার্তা আদান-প্রদান, এমনকি ছবি আর টাকাও চাওয়া হচ্ছে। অভিনেত্রীর দাবি, এসব কাজ মূলত বাংলাদেশের কিছু অসাধু চক্রের দ্বারা পরিচালিত। এমনকি সেখানকার এক রাজনৈতিক নেতাও এই ফাঁদে পড়েছেন বলে জানান তিনি।
যদিও এসব ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই, তবুও ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাকেই! সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, রাস্তাঘাটে বা অনুষ্ঠানে অনেক ভক্ত যখন এসে বলেন “প্রতিদিন কথা হয় আপনার সঙ্গে, আপনি তো আমার ফ্রেড লিস্টে আছেন”, তখন পল্লবী নিজেই অবাক হয়ে যান। বুঝিয়ে বলার পর ভক্তরা হতাশ হয়ে ফিরে যান, আর পল্লবীর মনে থেকে যায় অপরাধবোধ। তিনি কখনও চান না তার জন্য ভক্তদের মন খারাপ হোক। তাই সবাইকে অনুরোধ করেছেন, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে দূরে থাকতে।
যদি এমন কিছু চোখে পড়ে, তাহলে রিপোর্ট করতে যেন ভুল না হয়, বলেছেন তিনি। উল্লেখ্য, পল্লবী সবসময়ই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে একটু দূরত্ব বজায় রাখেন। আগে একেবারেই ছিল না কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, বর্তমানে একটি মাত্র ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্ট চালু করেছেন, যেখানেও তিনি তেমন সক্রিয় নন। এই সুযোগটাই নিচ্ছে প্রতারকেরা। ভুয়া অ্যাকাউন্টে এত ফলোয়ার হয়ে গেছে যে পুলিশি সহায়তাতেও সেগুলো বন্ধ করা যাচ্ছে না বলে জানান তিনি।
আরও পড়ুনঃ মায়ের জেদ বনাম মেয়ের ভালোবাসা! রায়ানের মায়ের চক্রান্তে আটক পারুলরা, শিরীনের সঙ্গে হাত মিলিয়ে ষড়’যন্ত্রে! বিয়ের লগ্ন এগিয়ে এনে গোপালকে জিততে চেয়েছিল অভিনন্দা, সিঁদুরদানের আগেই হাজির রুক্মিণী! ধুন্ধুমার পর্ব পরিণীতাতে
নিজেই ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও করে সবাইকে এই ঘটনা জানিয়েছেন এবং বলেছেন যে তার নামের বানানে ‘ভি’ নেই ‘বি’ রয়েছে, সুতরাং যারা ওই নামের অ্যাকাউন্টটিকে ফলো করছেন, তারা যেন সিটিকে রিপোর্ট করেন। তার বার্তা একটাই-যতই প্রিয় হোক, আগে নিশ্চিত হোন আইডিটি আসল কিনা। প্রতারণার শিকার যেন আর কেউ না হয়, সেই চেষ্টাই এখন পল্লবীর মূল লক্ষ্য। যতটা সফল তিনি অভিনয়ে, ততটাই সাহসের দিক থেকেও। সহকর্মীরা তাকে ভালোবেসে ‘টেলি কুইন’ বলেন, যেটা যথার্থ প্রমাণ করলেন তিনি।