Bangla Serial

স্ত্রীর মনের কথা শুনে নতুন বাড়ি কিনলেন পরাগ! হাজির ভাই পলাশ! মনের কথায় অবাক করা কাণ্ড

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) সিরিয়ালে নায়কের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখার্জি (Drone Mukherjee)। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম পরাগ। টিভি পর্দায় তাঁর চরিত্রটি যতটাই রূঢ় ও খল হোক না কেন বাস্তবের দ্রোণ মুখার্জি অত্যন্ত হাসিখুশি, ভালোমানুষ। স্ত্রী-কন্যাকে নিয়ে তাঁর সুখী গৃহকোণ। অনেকদিন ধরেই ভেবেছিলেন শহর কলকাতায় নতুন ঠিকানা বানাবেন। যথারীতি হল স্বপ্নপূরণ।

সম্প্রতি নতুন বাড়িতে পা রাখলেন ‘শিমুলের পরাগ’ তথা টলি অভিনেতা দ্রোণ মুখার্জি। জমজমাটভাবে আয়োজিত হল অভিনেতার গৃহপ্রবেশের অনুষ্ঠান। হাসিমুখে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী দূর্বা। অভিনেতা জানান, অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল। সেই পরিকল্পনা এবার বাস্তব হল।

দক্ষিণ কলকাতার জনবহুল এলাকায় নতুন আবাস বেছে নিয়েছেন দ্রোণ-দূর্বা। তিন কামরার ফ্ল্যাটটির কোণায় কোণায় স্বপ্ন। এখনও আসবাব দিয়ে সাজানো না হলেও ধীরে ধীরে সবটা গুছিয়ে নেবেন বলে জানান দম্পতি। অভিনেতা বলেন, ব্যস্ততার কারণে সবদিক দেখে ওঠা হয়না। এখনও অনেক কাজ বাকি রয়েছে। সবটা সাজিয়ে উঠবো শীঘ্রই।

স্বপ্নের আবাসে পা রাখতে পারে কতটা খুশি পরাগের কন্যা? অভিনেতা হেসে বলেন, সে এখনও বুঝে উঠতে পারেনি যে এটাও তাঁর নতুন বাড়ি। তাই মাঝেমধ্যেই বলে উঠছে ‘বাড়ি যাব চলো’। দ্রোণ পত্নী দুর্বা বলেন, প্ল্যানিং অনেকদিন ধরেই চলছিল।কয়েকমাসের পরিকল্পনার ফসল এই বাড়ি। বাজেট ও সৌন্দর্য দুই ম্যাচ করায় এক দেখায় নজর কাড়ে ফ্ল্যাটটি।

পরাগের গৃহপ্রবেশে হাজির হয়েছিলেন ভাই পলাশ। অভিনেতা বলেন, প্রথম থেকেই ফ্ল্যাটটির খবর শুনছিলাম। আজ এখানে আসতে পেরে বেজায় খুশি আমি। এটা দ্রোণদার একটা সাকসেস। আমরা সবাই তা উদযাপন করতে চাই। নতুন বাড়ি, নতুন সংসার আরও ভালো করে সাজিয়ে তুলুক ওরা, সেটাই কামনা করি।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।