জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি লিস্টে দাপট দেখিয়ে ফের শীর্ষে পরশুরাম! জি বাংলার পরিণীতা এবং জগদ্ধাত্রীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই! রানী ভবানী কি নিজের স্থান হারালো? দেখে নিন আজকের টিআরপি লিস্ট!

বাঙালির দৈনন্দিন জীবনে ধারাবাহিক যেন এক অবিচ্ছেদ্য অঙ্গ। সংসারের গল্প, সম্পর্কের টানাপোড়েন, আবেগের রং মাখানো কাহিনি দর্শকের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে থাকে। দিনের শেষে ক্লান্তি ভুলিয়ে টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালগুলোই যেন দর্শকের কাছে হয়ে ওঠে পরিবারেরই সদস্য। তাই প্রতি সপ্তাহে টিআরপির হিসেব প্রকাশ পেতেই দর্শকমহলে শুরু হয় নতুন আলোচনা— কে এগিয়ে, আর কে পিছিয়ে গেল।

ধারাবাহিকগুলির মধ্যে টিআরপির লড়াই একেবারেই জমজমাট। কখনও নতুন কোনও গল্প দর্শকের মনে দাগ কাটে, আবার কখনও পুরনো চরিত্ররাই ঝড় তোলে দর্শকের হৃদয়ে। প্রতি সপ্তাহে এই লড়াই চলতে থাকায় দর্শক যেমন কৌতূহল নিয়ে অপেক্ষা করেন, তেমনই চ্যানেলগুলির পক্ষেও এটি হয়ে ওঠে মর্যাদার প্রশ্ন। তাই টিআরপি চার্টে কে শীর্ষে থাকছে আর কে পিছিয়ে যাচ্ছে, সেটাই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

এই সপ্তাহেও টিআরপির তালিকায় দারুণ চমক রয়েছে। প্রথম স্থানে রয়েছে পরশুরাম, টিআরপি ৭.০ নিয়ে সবার ওপরে। দ্বিতীয় স্থানে মাত্র এক ধাপ পিছিয়েই রয়েছে পরিণীতা, যার টিআরপি ৬.৯। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের পছন্দের ধারাবাহিক জগদ্ধাত্রী, যার রেটিং ৬.৭। এর ঠিক পরেই রয়েছে রাণী ভবানী, টিআরপি ৬.৬ নিয়ে। আর পঞ্চম স্থানে সামান্য ব্যবধানে জায়গা ধরে রেখেছে ফুলকি, রেটিং ৬.৫ নিয়ে।

শীর্ষ ৫–এর বাইরে তাকালেই চোখে পড়ছে বেশ কয়েকটি আকর্ষণীয় নাম। দাদামণি ৬.২ টিআরপি নিয়ে ট্রেন্ডিং তালিকায় জায়গা করেছে। একেবারে নতুন সূচনা করেছে কম্পাস, যদিও ওপেনিং রেটিং দাঁড়িয়েছে মাত্র ২.৯-এ। অন্যদিকে তুই আমার হিরো (৪.৭) এবং নতুন ধারাবাহিক কনে দেখা আলো (৪.৪) নজর কেড়েছে দর্শকের। এ ছাড়াও অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশ–এর যৌথ ভাবে পেয়েছে ৫.১।

আজকের টিআরপি লিস্ট (TRP List Today)

BT •• পরশুরাম 7.0
2nd •• পরিণীতা 6.9
3rd •• জগদ্ধাত্রী 6.7
4th •• রাণী ভবানী 6.6
5th •• ফুলকি 6.5

Trending !
দাদামণি 6.2
কম্পাস [Opening] 2.9
তুই আমার হিরো 4.7
কনে দেখা আলো [Opening] 4.4
অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(30min) 5.1

Piya Chanda