জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“যারা মনে করেন পরমা বন্দ্যোপাধ্যায় এখন আর গান গাইতে পারেন না তারা একেবারেই ভুল, আগামী ১০-১৫ বছরও আমি গান গাইতে পারব”— দাবি ‘রোজগেরে গিন্নি’ খ্যাত অভিনেত্রী পরমা বন্দ্যোপাধ্যায়ের!

টেলিভিশনের পর্দায় একসময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। দর্শকের কাছে ঘরোয়া অথচ আকর্ষণীয় সঞ্চালিকার ভূমিকা যেন তাঁর সঙ্গে একাকার হয়ে গিয়েছিল। রিয়েলিটি শো ‘রোজগেরে গিন্নি’র মাধ্যমে নাম কুড়িয়েছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। শুধু সঞ্চালনা নয়, তিনি আসলে একজন গায়িকাও। অথচ দীর্ঘদিন টিভির পর্দায় তাঁকে খুব একটা দেখা যাচ্ছে না।

‘রোজগেরে গিন্নি’ শেষ হওয়ার পর থেকে সঞ্চালনার দুনিয়া থেকে কিছুটা দূরে সরে যান পরমা। ধীরে ধীরে মন দেন তাঁর প্রথম ভালোবাসা, গানেই। মঞ্চ হোক কিংবা ছোটখাটো অনুষ্ঠান—অভিনয়ের পরিবর্তে গানের দুনিয়াতেই সক্রিয় হতে শুরু করেন তিনি। এর মধ্যেই যাত্রাপালা নিয়ে একটি মন্তব্য ঘিরে সংবাদ শিরোনামে উঠে আসেন। যদিও পরবর্তীতে তিনি স্পষ্ট করে জানান, যাত্রাকে ছোট করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। বরং বর্তমান প্রজন্মের ভিড়ে পুরনো দিনের শিল্পীদের প্রতিভা যেন চাপা পড়ে যাচ্ছে, সেটাই তিনি বলতে চেয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমা নিজের ক্ষোভ এবং আক্ষেপ প্রকাশ করেছেন। তাঁর কথায়, “যারা মনে করেন পরমা বন্দ্যোপাধ্যায় এখন আর গান গাইতে পারেন না, তারা একেবারেই ভুল। আমি আগামী ১০-১৫ বছরও গান গাইতে সক্ষম।” শুধু তাই নয়, গান গাওয়ার জন্য তিনি যে বিপুল পারিশ্রমিক দাবি করেন, সে অভিযোগকেও খণ্ডন করেন। তাঁর দাবি, “অনেক শো-তেই আমি একেবারে বিনা পয়সায় গান গেয়েছি।”

আক্ষেপের সুরে পরমা জানান, তাঁর কোনও পিআর টিম নেই। ফলে তাঁর হয়ে কথা বলার বা প্রচার করার মতো কেউ নেই। তাই অনেক ভুল ধারণাই জনসাধারণের কাছে থেকে যায়। তিনি বলেন, “আমার হয়ে প্রচার করার মতো কেউ নেই বলেই আজ আমি নিজে থেকে বলছি। মানুষ জানুক আসল সত্যিটা।”

পরমার আশা, বর্তমান সময়ের কোনও মিউজিক পরিচালক বা প্রযোজক যদি মনে করেন তাঁর কণ্ঠ তাঁদের কাজে কাজে লাগতে পারে, তবে তিনি সানন্দে গান গাইতে প্রস্তুত। তিনি মনে করিয়ে দেন, নিনা গুপ্তার কাছ থেকেই তিনি এই সাহস পেয়েছেন খোলাখুলি নিজের কথা বলার। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই শিল্পীর বিশ্বাস, সুযোগ পেলে তিনি আবারও তাঁর প্রতিভা দিয়ে দর্শক-শ্রোতার মন জয় করতে পারবেন।

Piya Chanda