জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি দুনিয়ায় রাজত্ব ‘পরশুরাম’-এর! পিছনে ফেলল ‘জগদ্ধাত্রী’কেও, দেখে নিন সেরা ৫ টি ধারাবাহিকের তালিকা!

ছোট পর্দা আর সাধারণ মানুষের মধ্যে সম্পর্কটা যেন রোজকার ভাত-ডালের মতো। প্রতিদিন সন্ধে হতেই টিভির সামনে বসে পড়েন বহু মানুষ, তাদের প্রিয় চরিত্রদের সুখ-দুঃখ, প্রেম-বিরহ কিংবা লড়াই দেখার জন্য। ঘরের মা-কাকিমা থেকে কলেজপড়ুয়া তরুণী, সকলেই কোনও না কোনও ধারাবাহিকের সঙ্গে আবেগে জড়িয়ে থাকেন।

ধারাবাহিক মানেই শুধু বিনোদন নয়, অনেক সময় জীবনের সঙ্গে একাত্ম হয়ে ওঠে কাহিনি। সেই কারণেই, কোন ধারাবাহিক কতটা জনপ্রিয় হচ্ছে, সেটা বোঝার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল টিআরপি (TRP)। প্রতিটি সপ্তাহেই প্রকাশিত হয় সেই টিআরপি রিপোর্ট, যা দেখে বোঝা যায় কোন ধারাবাহিক সবার মন জয় করতে পেরেছে।

এই টিআরপি তালিকাই কিন্তু প্রমাণ করে দেয় কোন ধারাবাহিক সামনের সারিতে আর কে পিছিয়ে পড়েছে। জনপ্রিয়তার মাপকাঠিতে এগিয়ে থাকতে নির্মাতারা যেমন রাতদিন এক করে দেন, তেমনই দর্শকরাও প্রিয় ধারাবাহিককে সাপোর্ট করতে কোনও ত্রুটি রাখেন না। ফলে সপ্তাহের শেষে এই লড়াই হয়ে ওঠে রীতিমতো উত্তেজনার।

এই সপ্তাহে আবারও টিআরপি লড়াইয়ে বাজিমাত করল ‘পরশুরাম’, যার প্রাপ্ত রেটিং ৬.৮। ঠিক তার পরেই দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’, যার রেটিং ৬.৫। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে ‘ফুলকি’ ও ‘পরিণীতা’ (৬.৩), চতুর্থ স্থানে ‘রাঙামতি’ (৬.২), আর পঞ্চম স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’, যার রেটিং ৫.৪।

চলুন এবার দেখে নেওয়া যাক ১৫ই মে তারিখের টিআরপি তালিকা:

  1. পরশুরাম – 6.8
  2. জগদ্ধাত্রী – 6.5
  3. ফুলকি, পরিণীতা – 6.3
  4. রাঙামতি – 6.2
  5. গৃহপ্রবেশ – 5.4

ট্রেন্ডিং বিভাগে:

  • বুলেট সরোজিনী (Opening) – 2.2
  • আনন্দী – 2.1
Piya Chanda

                 

You cannot copy content of this page