জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মা! আর পারি না, তুমি নেই বলে মানুষ চিনেছি”— মায়ের মৃ’ত্যুর এক বছর পরেও কান্নায় ভেজা তন্বীর চোখ! তন্বীর আবেগঘন পোস্টে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত!

গোটা একটা বছর কেটে গেছে মাকে হারানোর পর, তবুও যেন ‘তন্বী লাহা রায়’ (Tonni Laha Roy) আজও আটকে রয়েছেন সেই যন্ত্রণার মুহূর্তেই। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে মা চলে গেলেন, তারপর থেকেই যেন মেয়ের জীবনে থেমে গিয়েছিল সব কিছু। আজও অভিনেত্রী বিশ্বাস করতে পারেন না যে, মায়ের সেই স্নেহভরা হাত আর কখনও তাঁর মাথায় পড়বে না। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ছবি ও লেখার মাধ্যমে তন্বী ভাগ করলেন তাঁর না বলা হাজারও কথা।

যেখানে জড়িয়ে আছে অভিমান এবং একটা গভীর শূন্যতা। সেই পোস্টে দেখা যাচ্ছে, মাঝ নদীতে একটি নৌকার মধ্যে বসে রয়েছেন তন্বী, কোলে মায়ের একটি ছবি। ক্যামেরার দিকে না তাকিয়ে, যেন নিজের ভাবনায় ডুব দিয়েছেন তিনি। সঙ্গে মায়ের স্মৃতিতে জড়ানো অসংখ্য মুহূর্ত নিয়ে লেখা। যেমন সকালে ঘুম থেকে তুলে দেওয়া, ফোনে খোঁজ নেওয়া, জল খেতে বলা কিংবা বিরিয়ানি আনার আবদার।

আর এখন? সেই চেনা আওয়াজের খোঁজে ফোনের পর্দায় তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই মনে পড়ে— মা তো আর নেই। তবে এই লেখায় শুধু মা হারানোর যন্ত্রণাই নয়, ভেসে উঠেছে সম্পর্ক ভাঙন নিয়ে আরও কিছু ইঙ্গিত। তন্বী লেখেন, “তুমি আমায় স্ট্রং থাকতে শিখিয়েছ, কিন্তু এখন আর পারি না মা।” পাশাপাশি তিনি বলেন, এই একটা বছরে কত মানুষকে চিনেছেন, কত কিছু দেখেছেন।

এই ‘মানুষ চেনা’র কথাটা নিছকই একটা কথা, না কি কারও প্রতি গভীর অভিমান থেকে বলা হয়েছে? এই প্রশ্নটাই এখন উঠে আসছে। কারণ টলিপাড়ার খবর বলছে, তন্বীর নতুন প্রেমিক ‘রাজদীপ গুপ্ত’ (Rajdeep Gupta) র সঙ্গে নাকি তাঁর সম্পর্ক আর আগের মতো নেই। সেই ভাঙনের ইঙ্গিতই কি তবে এই লেখার মাঝে ছড়িয়ে আছে? তন্বী আরও লেখেন, “তুমি তো বলেছিলে মা-বাবাই সবচেয়ে বড় বন্ধু, কিন্তু এখন চারপাশে কেমন যেন ফাঁকা লাগে।”

তন্বীর পোস্ট শুধু ব্যক্তিগত বেদনাই নয়, যেন সমাজের অনেক মা হারা মেয়ের অন্তর্দহনও। মায়ের ছবিকে বুকে চেপে ধরে তন্বীর এই পোস্টটি ছুঁয়ে যাচ্ছে বহু মানুষের হৃদয়। সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট, কিন্তু তার গভীরতা যেন বলে দেয় যে ভালোবাসার মানুষ হারানো, কিংবা কাছের মানুষের বিশ্বাসভঙ্গ, দুটোই সমান ক্ষত তৈরি করে। তন্বীর এই পোস্ট তাই নিছক আবেগ থেকে নয়, বরং জীবনের কঠিন বাস্তবতারই প্রতিচ্ছবি।

Piya Chanda