আধুনিক জীবনের তাড়াহুড়োর মাঝে টেলিভিশনের ধারাবাহিক আমাদের মানসিক আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। কর্মব্যস্ততার শেষে এক কাপ চায়ের সঙ্গে প্রিয় সিরিয়াল দেখা যেন এক অভ্যাসে পরিণত হয়েছে। এই গল্পগুলি আমাদের পারিপার্শ্বিক সমাজ, সম্পর্ক, দ্বন্দ্ব ও আবেগের প্রতিচ্ছবি—যা দর্শকদের মধ্যে আত্মীয়তার অনুভূতি সৃষ্টি করে। ফলে টিআরপি (TRP) শুধু একটি পরিসংখ্যান নয়, বরং তা আমাদের বেছে নেওয়া গল্পের প্রতি ভালবাসার প্রতিফলন।
বাংলার বিনোদন জগতে দুই প্রধান চ্যানেল হল জি বাংলা ও স্টার জলসা। এই দুই চ্যানেলের ধারাবাহিকগুলি একে অপরের সঙ্গে প্রতিযোগিতার ময়দানে নেমে পড়ে প্রতি সপ্তাহে। জি বাংলার ‘জগদ্ধাত্রী’, ‘পরিণীতা’, ‘ফুলকি’ এখন দর্শকের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, অন্যদিকে স্টার জলসার ‘পরশুরাম’, ‘রাঙামতি’, ‘গীতা এলএলবি’ সমানতালে লড়াই চালাচ্ছে। দর্শকদের ভালোবাসা কেড়ে নেওয়ার এই প্রতিযোগিতা বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রিকে করে তুলেছে আরও চিত্তাকর্ষক।
প্রতিটি ধারাবাহিকের টার্গেট একটাই—সপ্তাহের শেষে টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যে প্রোডাকশন হাউজগুলিও নিজেদের সেরাটা দিতে মরিয়া। কাহিনির মোচড়, চরিত্রদের দ্বন্দ্ব ও আবেগঘন মুহূর্ত দিয়ে দর্শককে ধরে রাখার কৌশল সবসময়ই চালু থাকে। এবারের তালিকাতেও এই প্রতিযোগিতার ছাপ স্পষ্ট—কারা এগিয়ে আর কারা একটু পিছিয়ে, তা বোঝা যায় এই সংখ্যাগুলি থেকেই।
এই সপ্তাহের টিআরপি তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’, যার স্কোর ৭.৫—এই মুহূর্তে এটি টেলিভিশন রাজ্যের রানী। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ ও ‘ফুলকি’, দু’টিই ৬.৯ স্কোর করে যুগ্মভাবে রয়েছে। এরপরই আছে ‘পরশুরাম’ ৫.৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে ‘রাঙামতি’ (৫.৮) এবং পঞ্চম স্থানে ‘গীতা এলএলবি’ (৫.৬)। এর বাইরেও ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘কথা’ ধারাবাহিক দুটি যথাক্রমে ৫.৪ ও ৫.২ স্কোর করে ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুনঃ ‘পরিণীতা’তে পুলিশি তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য! তূর্যর অস্বস্তি বেড়েই চলেছে! এবার পুলিশের মুখোমুখি রায়ান, পারুলের সামনে কি আসবে তূর্যর সত্যি?
দেখে নেওয়া যাক আজকের টিআরপি লিস্ট
TellyAddaExclusive #TrpBreaking
Top5Fictions 24th April | Thursday
•• 15+ Urban M+F
BT •• জগদ্ধাত্রী 7.5
2nd •• পরিণীতা, ফুলকি 6.9
3rd •• পরশুরাম 5.9
4th •• রাঙামতি 5.8
5th •• গীতা LLB 5.6
Trending ••
চিরদিনই তুমি যে আমার 5.4
কথা 5.2