জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) শুরু থেকেই নানা বিতর্কের কেন্দ্রে থেকেছে। তিন বোনের গল্প হলেও, প্রথম থেকেই রাই (Aratrika Maity)-এর চরিত্রটিই যেন গল্পের ভার একাই বয়ে চলেছে। কখনও নিজের প্রেমিককে ছোট বোন নীলুর (Debadrita Basu) সঙ্গে বিয়ে দিয়ে সংসারের ভার নেওয়া, আবার কখনও একের পর এক প্রতিকূলতার সামনে মাথা নত না করে এগিয়ে চলা। রাইয়ের জীবনের প্রতিটি অধ্যায়ই যেন দর্শকদের মনে প্রশ্ন তুলেছে, আর কত?
প্রথমদিকে রাইকে যেভাবে আত্মবিশ্বাসী, স্বাবলম্বী নারী হিসেবে দেখানো হয়েছিল, আজ যেন সেটা অনেকটাই ফিকে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে রাই যেন বারবার শোষিত হয়ে এক ভাঙাচোরা নারীতে পরিণত হয়েছে। সম্পর্কের টানাপোড়েন, বিবাহবিচ্ছেদ, শারীরিক দুর্বলতা, আর তার সঙ্গে যুক্ত হয়েছে নীলুর একের পর এক চক্রান্ত। ফলে দর্শকদের একাংশ মতে রাইয়ের চরিত্রটিকে যতটা সম্ভব দুঃখের মোড়ে নিয়ে যাওয়া হচ্ছে, যা অত্যন্ত অস্বস্তিকর।

অন্যদিকে, ধারাবাহিকের গল্পের সাম্প্রতিক কিছু পরিবর্তন নজর কেড়েছে। রাই এখন অন্তঃসত্ত্বা, যার মধ্যে দিয়ে তাঁর জীবনে নতুন আশার আলো জ্বলে উঠেছে। অপরদিকে, স্রোতের বৈবাহিক জীবন বেশ ছন্দে কাটছে। এবং দীর্ঘ চক্রান্তের পর, নীলুও নিজেকে পাল্টে ফেলেছে। আপাতত ‘মিঠিঝোরা’ কোনদিকে এগোয়, সে দিকেই তাকিয়ে দর্শক। তবে চ্যানেলের তরফ থেকে প্রকাশিত নতুন প্রোমো দেখে দর্শকের মনে আবারও আশঙ্কা রাইয়ের জীবনে নতুন ঝড় আসতে চলেছে।
নতুন প্রোমোতে দেখা যায় রাই নিজের সাধ ভক্ষণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছে। নিজের মন মত করে সাজিয়ে দিচ্ছে অনির্বাণ তাঁকে। একে অপরের প্রতি তাদের ভালোবাসা ফুটে উঠছে প্রতি মুহূর্তে। সব ষড়যন্ত্র বাধা-বিপত্তি অতিক্রম করে অবশেষে তারা জীবনের নতুন অধ্যায় পা রাখতে চলেছে। এখন থেকেই নিজের সন্তানের মা বাবা বলে আখ্যা দিচ্ছেন নিজেদের। রাই অনির্বাণকে বোঝায় সাধ অনুষ্ঠানের অর্থ।
আরও পড়ুনঃ দু’বছর পেরিয়েও কামাল করছে জগদ্ধাত্রী! পিছু হটল পরিনীতা! দুর্দশা কথা’র
রাই বলে, “সাধ অনুষ্ঠানের অর্থ কি জানো? মায়ের শেষ ইচ্ছে পূরণ…” ‘সন্তান জন্মের আগে’— এই কথাটি বলে বাক্যটি সম্পূর্ণ করার আগে সজোরে একটি শব্দ শুনে দৌড়ে দেখতে যায় তারা। সেখানে গিয়ে দেখে আশীর্বাদের থালা উল্টে পড়ে আছে নিচে। আতঙ্কিত হয়ে রাই বুঝতে পারে আসন্ন কোনো বিপদের সংকেত এটি। তবে কি এবার সন্তান জন্মের আগেই রাজের জীবনে আসবে নতুন ঝড়? এবার কি তবে মৃত্যুর মুখে রাই? রাইয়ের সন্তান কি তবে পাবে না মা কে? উত্তর মিলবে ২৪ থেকে ২৫ এ এপ্রিল রাত ১০:১৫ তে।