জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সাফল্য দেখে যেতে পারেননি মা! আজ‌ও আক্ষেপ কুড়ে কুড়ে খায় মিঠিঝোরা’র স্রোতকে, মায়ের কথা ভেবে আবেগে ভাসলেন নায়িকা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’র স্রোতস্বিনী, যে কিনা স্রোত নামেই বাংলার দর্শকদের কাছে পরিচিত। এক কথায় বলা যেতে পারে এই সিরিয়ালে নীলু, রাই এবং অনির্বাণ-এর পাশাপাশি স্রোতও সিরিয়াল প্রেমীদের বাড়ির এক সদস্য হয়ে উঠেছে।

আর, এই চরিত্রে অভিনীত অভিনেত্রীর নাম স্বপ্নিলা চক্রবর্তী। তবে, বর্তমানে মিঠিঝোরা’র হাত ধরে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেলেও নেগেটিভ চরিত্রের মাধ্যমে অভিনেত্রী বিনোদন জগতে অভিষেক করেন।

স্বপ্নিলা জানিয়েছেন, প্রাথমিক জীবনে অভিনেত্রী জয় বাবা লোকনাথ ধারাবাহিকে ভিলেন চরিত্রের মাধ্যমেই কাজ শুরু করেন। কিন্তু এই সিরিয়ালে তাঁর অভিনয় প্রশংসিত হলেও জীবনের অন্যতম বড় সুযোগ পান সান বাংলার ‘কন্যাদান’ ধারাবাহিকে। অভিনেত্রীর কাছে এই ধারাবাহিকই ছিল বড়ো ব্রেক।

সম্প্রতি অভিনেত্রী জি বাংলার দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে সকলের সঙ্গে জীবনের সফলতার পাশাপাশি দুঃখজনক ঘটনার কথা ভাগ করে নিলেন। সব নীলা জানান খুব ছোটবেলাতেই তিনি মাকে হারিয়েছেন আর তারপর থেকেই শুরু হয় বেঁচে থাকার সংগ্রাম।

অভিনয় জগতে আসার অনেক আগেই স্বপ্নিলা’র মায়ের ধরা পড়েছিল ক্যান্সার। শেষ মুহূর্তে মারণ রোগ ধরা পড়েছিল বলে কোনো মতেই অভিনেত্রী তাঁর মাকে বাঁচাতে পারেনি। কার্যত, পর্দায় মেয়ের সাফল্য দেখে যেতে পারেনি স্রোত ওরফে স্বপ্নিলা’র মা। আজও সেই আক্ষেপ রয়ে গেছে অভিনেত্রীর মনে।

Piya Chanda